কানাইঘাট ইউনিভার্সেল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শনিবার সকাল ১১টায় স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাজী ইফজালুর রহমানের সভাপতিত্বে ও স্কুলের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ফরিদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কানাইঘাট পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলার হাজী আব্দুল মালিক। বিশেষ অতিথি ছিলেন, কানাইঘাট থানার সিনিয়র সাব ইন্সপেক্টর মাসুদ পারভেজ, স্কুলের ডাইরেক্টর ডাঃ মুফাজ্জিল হোসেইন, সিরাজুল হক, প্রভাষক দেলোওয়ার হোসেন, কাউন্সিলার ফখর উদ্দিন শামীম, সাংবাদিক নিজাম উদ্দিন। বক্তব্য রাখেন, স্কুলের অভিভাবক রাসেদা বেগম, গিয়াস উদ্দিন, স্কুলের শিক্ষক সুকান্ত দাস প্রমুখ। অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী এবং স্কুল থেকে সদ্য সমাপ্ত ৫ম শ্রেণীর সমাপনি পরীক্ষায় এপ্লাস প্রাপ্ত ৯জন শিক্ষার্থীদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়