গতকাল বুধবার গাজীপুরের জয়দেবপুর থানায় বিএনপি চেয়ারপার্সন ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করতে গেলে পুলিশ এজাহারকারীকে মামলাটি আদালতে দাখিল করে মামলা গ্রহণের আদেশ আনার পরামর্শ দিয়েছে।
সকাল সোয়া দশটায় গণজাগরণ মঞ্চ, গাজীপুরের সমন্বয়ক জুলীয়াস চৌধুরী এই মামলার এজাহার দাখিল করেন। বিবরণে বলা হয়, খালেদা জিয়া গত ১৪ ও ১৫ মার্চ আনুমানিক বিকেল ৫টায় যথাক্রমে মুন্সীগঞ্জ জেলার লৌহজং ও মানিকগঞ্জ জেলার সিংগাইরে জনসভায় বক্তব্য দেন। বক্তব্যে বাংলাদেশ, বাংলাদেশের সরকার ও জনগণের বিরুদ্ধে ঘৃণা, অবজ্ঞাসূচক, বিদ্বেষপূর্ণ ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হেয় করে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টায় লিপ্ত হন। যা আইন অনুযায়ী রাষ্ট্রদ্রোহিতা। তার বক্তব্য দেশ-বিদেশের সব স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে (সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল, রেডিও, টেলিভিশন) প্রকাশ ও প্রচারিত হয়েছে।
খালেদা জিয়া প্রকাশ্যে বলেছেন, জাতিসংঘ শান্তি মিশন থেকে পুলিশ বাহিনী প্রত্যাহার করে নেয়ার আবেদন করবেন। এটি একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জন্য মারাত্মক হুমকি। তিনি রাষ্ট্রের ক্ষমতা পরিবর্তনের জন্য কঠিন আন্দোলনের মাধ্যমে আরো লাশ ও রক্ত ঝরানোর আহ্বান জানিয়ে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করেছেন। এটি রাষ্ট্রের প্রতি অনানুগত্য ও শত্র�তার প্রকাশ্য রূপ।
এছাড়া দেশপ্রেমিক তরুণ ও যুব সমাজের গড়ে ওঠা শাহবাগ গণজাগরণ মঞ্চের সবাইকে ঢালাওভাবে নাস্তিক বলেছেন। তিনি ১৬ মার্চ ঢাকার নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে বিকেল ৫টা ৫০ মিনিট থেকে ৬টা ২০ মিনিট পর্যন্ত মাগরিবেব নামাজের আযান চলাকালীন অবস্থায় বিরতিহীনভাবে বক্তব্য দিয়ে ধর্মীয় অনুভুতিতে মারাত্মকভাবে আঘাত হেনেছেন।(ফেয়ার নিউজ)

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়