Wednesday, February 13

:: কানাইঘাটে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন ::

নিজস্ব প্রতিবেদক:
সিলেট রেঞ্জের ডিআইজি বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন ভূঁইয়া বলেছেন বাংলাদেশের দামাল ছেলেরা ক্রিকেট খেলার নৈপূর্নের মাধ্যমে দেশকে বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠিত করেছে। একদিন গ্রাম বাংলার সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলকে এদেশের তরুণ ফুটবলাররা তাদের নৈপূর্ণের মাধ্যমে আর্ন্তজাতিক অঙ্গনে প্রতিষ্ঠিত করতে সম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। এজন্য গ্রাম পর্যায় থেকে ফুটবলসহ অন্যান্য খেলায় খেলোওযাড়দের বের করে তাদের প্রতিভা বিকাশের জন্য বেশি বেশি করে খেলাধূলার আয়োজনের উপর তিনি গুরুত্বারুপ করেন। ডিআইজি মকবুল হোসেন ভূঁইয়া গত সোমবার কানাইঘাট দূর্গাপুর যুব কল্যাণ পরিষদের উদ্যোগে চতুল বাজার সংলগ্ন মাঠে আয়োজিত স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ফাইনাল খেলায় জৈন্তাপুর উপজেলায় চাক্তা একাদশ ট্রাইবেকারে চতুল বাজার প্রতিভা একাডেমীকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.সোহরাব হোসেন, কানাইঘাট পৌরসভার মেয়র লুৎফুর রহমান, কানাইঘাট ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জেলা আ’লীগ নেতা মস্তাক আহমদ পলাশ, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই, পৌর আ’লীগের আহ্বায়ক জামাল উদ্দিন, বড়চতুল ইউপি চেয়ারম্যান মুবশ্বির আলী চাচাই, চিত্রশিল্পী ভানু লাল দাস সহ খেলা পরিচালনা কমিটির নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।




শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়