যুদ্ধাপরাধীদের ফাসির দাবীতে উত্তাল শাহবাগ প্রজন্ম চত্ত্বর থেকে ঘোষিত বিকেল ৪টা থেকে ৪টা ৩মিনিট পর্যন্ত সংহতি কর্মসূচীর প্রতি সমর্থন জানিয়ে আজ কানাইঘাটে যার যার অবস্থান থেকে ৩মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়েছে। ক্ষমতাসীন দলের নেতাকর্মী সামাজিক সংগঠন সাংস্কৃতিক কর্মীসহ নানা পেশার মানুষ ঘড়ি কাটায় বিকেল ৪টা বাজার পর বিভিন্ন স্থানে সারিবদ্ধ দাড়িয়ে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে এবং তাদের প্রতি ঘৃণা প্রকাশ করে শাহবাগের প্রজন্ম চত্ত্বরের কর্মসূচীকে স্বাগত জানিয়ে ৩মিনিটি নিরবতা পালন করতে দেখা গেছে।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়