কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত ইউএইচও ডাঃ আবুল হারিছের ১৫ মাসের শিশু কন্যা ইসহাত তাহসিন জুহা পানিতে ডুবে মারা যাওয়ার খবর পাওয়া গেছে। পারিবারিক সূত্রে জানা যায়, কানাইঘাট পৌরসভার ডালাইচর গ্রামের ডাঃ আবুল হারিছের একমাত্র কন্যা জুহা বাড়ীর সবার অগোচরে পুকুরে যায়। এক পর্যায়ে তাকে খোজাখুজি করে না পেয়ে সকাল ১০টার দিকে বাড়ীর লোকজন জুহার মৃতদেহ পানিতে ভাসতে দেখেন। পরে তাকে দ্রুত বাড়ীর নিকটবর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎকগণ তাকে মৃত ঘোষনা করেন। শিশু মেয়ে জুহার পানিতে মৃত্যুর ঘটনায় পরিবারের লোকজন বারবার মূর্চা যাচ্ছেন এবং শোকের ছায়া নেমে আসে।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়