Saturday, February 23

:: সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় কানাইঘাট প্রেসক্লাবের উদ্বেগ প্রকাশ ::

নিজস্ব প্রতিবেদক:
গত শুক্রবার সমমনা কয়েকটি ইসলামী দলের বিক্ষোভ মিছিলের ছবি ও সংবাদ সংগ্রহ করতে গিয়ে সিলেট, ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর হামলা চালিয়ে আহত, ক্যামেরা ভাংচুর, এবং বিভিন্ন গণমাধ্যমের অফিসে অগ্নি সংযোগ ও হুমকি ধমকির ঘটনায় কানাইঘাট প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।এবং ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতারের দাবী ও জানিয়েছেন  প্রেসক্লাব নেতৃবৃন্দ।  এক বিবৃতিতে নেতৃবৃন্দ এধরনের গৃণিত কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য সকল মহলের প্রতি আহবান জানিয়ে বলেন, সাংবাদিকরা কারো প্রতিপক্ষ নয়। সংবাদপত্র ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য সরকারের প্রতি প্রেসক্লাব নেতৃবৃন্দ আহবান জানিয়েছেন। বিবৃতিদাতারা হলেন, কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম.এ.হান্নান, সহসভাপতি বাবুল আহমদ, আব্দুর রব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, ক্রীড়া সম্পাদক জামাল উদ্দিন, সমাজসেবা সম্পাদক মিছবাউল ইসলাম চৌধুরী, সম্মানিত সদস্য মঈনুল হক বুলবুল, শাহজাহান সেলিম বুলবুল, মাহবুবুর রশিদ, আম্বিয়া চৌধুরী, আব্দুন নুর, কাওছার আহমদ প্রমুখ।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়