Saturday, February 23

::কানাইঘাটে ইসলাম বিরোধী ব্লগারদের শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল::

নিজস্ব প্রতিবেদক:
আল্লাহ, রাসুল (সাঃ) ও ইসলাম নিয়ে কটুক্তিকারী ব্লগারদের চিহ্নিত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে হেফাজতে ইসলামের আহবানে আজ শুক্রবার বাদ আসর কানাইঘাট বাজারে ব্যাপক বিক্ষোভ মিছিল করেছে ১৮ দলীয় ঐক্যজোটের অর্ন্তভুক্ত বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। বাদ আসর কানাইঘাট জামে মসজিদ প্রাঙ্গন থেকে হেফাজতে ইসলামের ব্যানারে বিএনপি, জামায়াত ও খেলাফত মজলিসের নেতাকর্মীরা মিছিল বের করে। এর কিছুক্ষণ পর পৃথকভাবে কৌমি মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের অংশগ্রহণে জমিয়তে উলামা ইসলাম পৃথক আরেকটি মিছিল বের করে। মিছিল থেকে বিক্ষোভকারীরা আল্লাহ, মহানবী ও ইসলাম নিয়ে কুরুচিপূর্ণ লেখক, ব্লগারদের নাস্তিক দাবী করে তাদের ফাঁসির দাবী করে। মিছিল পরবর্তী হেফাজতে ইসলামের ব্যানারে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, প্রভাষক ফরিদ আহমদ, বশির আহমদ, আব্দুল মন্নান, নুরুল ইসলাম, শহীদুর রহমান, নজরুল ইসলাম, মাওঃ খলিলুর রহমান, মাওঃ শরিফ উদ্দিন, মাওঃ হুদুর রহমান, মাওঃ আমানুর রহমান চৌধুরী, মাওঃ হিফজুর রহমান। অপরদিকে জমিয়তে উলামা ইসলামের প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মাওঃ শফিকুর রহমান, মাওঃ মুফতি এবাদুর রহমান, মাওঃ আলিম উদ্দিন, মাওঃ খলিলুর রহমান, হাফিজ শাহীন আহমদ, মাওঃ ফয়েজ উদ্দিন, হাফিজ রিয়াজ, মাওঃ মহি উদ্দিন প্রমুখ। মিছিল চলাকালে বাজারে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকলেও বিক্ষোভকারীদের সাথে কোন ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়