Sunday, February 24

:: কানাইঘাটে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে হরতাল পালিত :: জমিয়ত নেতা আটক ::

নিজস্ব প্রতিবেদক:
মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে কয়েকটি ইসলামী দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল কানাইঘাটে বিক্ষিপ্ত উত্তেজনার মধ্য দিয়ে  পালিত হয়েছে। হরতাল চলাকালে সকাল ১১টায় জমিয়তে উলামায়ে ইসলামের নেতাকর্মীরা কানাইঘাট-দরবস্ত সড়কের চতুল ইউপি কমপ্লেক্সের সামনে পিকেটিং শুরু করলে নিকটবর্তী চতুল বাজারে স্থানীয় আ’লীগ অংঙ্গসংগঠনের নেতারা হরতাল বিরোধী মিছিল করে পিকেটিং ভাঙ্গার চেষ্টা করলেও উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে হরতালকারীদের তাড়িয়ে দেয় এবং অবরুদ্ধ উপজেলা জমিয়তে সাংগঠনিক সম্পাদক মাওঃ



আলিম উদ্দিনকে আটক করে থানা নিয়ে আসে। গ্রেফতারকৃত মাওঃ আলিম উদ্দিন জানান, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন কর্মী তাঁকে শারিরীক নির্যাতন করে মুখের দাঁড়ি ছিড়ে ফেলে। এছাড়া হরতালের সমর্থনে বিক্ষিপ্তভাবে জমিয়ত, খেলাফত ও ইসলামী ঐক্যজোটের নেতাকর্মীরা গাছবাড়ী বাজার, রাজাগঞ্জ বাজার জামায়াত শিবিরের নেতাকর্মীরা পৌরসভার মনসুরিয়া মাদ্রাসা পয়েন্ট এবং সড়কের বাজারে ১২টা পর্যন্ত পিকেটিং ও মিছিল করে। হরতাল চলাকালে পৌর শহরের দোকানপাট, ব্যাংক-বীমা খোলা ছিল। বেলা বাড়ার সাথে সাথে যান চলাচল শুরু হয়, অফিসপাড়া খোলা থাকলেও উপস্থিতি ছিল অন্যান্য দিনের তুলনায় কম।




শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়