নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট থানা পুলিশ বাংলাদেশী ১হাজার টাকা মূল্যের ১৫টি জাল নোটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। গত সোমবার গভীর রাতে উপজেলার সীমার বাজারে জাল নোট আদান প্রদানের সময় বাজারের ব্যবসায়ীরা উপজেলার নিজ দলইকান্দি গ্রামের মৌলানা জালাল উদ্দিনের পুত্র হাফিজ লুৎফুর রহমান (৩৫) কে আটক করেন। পরে খবর পেয়ে থানার এস.আই রশিদ সরকার ঘটনাস্থলে পৌঁছে লুৎফুর রহমানের দেহ তল্লাশী করে ১হাজার টাকা মূল্যের ১৫টি জাল নোট উদ্ধার করেন। উদ্ধারকৃত জাল নোটগুলির কয়েকটি একই নাম্বার রয়েছে বলে এস.আই. রশিদ সরকার কানাইঘাট নিউজকে জানিয়েছেন। এ ঘটনায় গ্রেফতারকৃত লুৎফুর রহমানের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে থানায় আজ একটি মামলা দায়েরে করেছে পুলিশ।

Kanaigat উপজেলার ৭নং দক্ষিণ বানিগ্রাম ইউনিয়নের আকুনি গ্রামের জামাল উদ্দিনের বাড়ীতে অপ্রাপ্ত বয়স্ক দুজন শিশুর গোপনে গতকাল বিয়ে সম্পন্ন হয়েছে,
ReplyDeleteBistarito:
My Mo No:01777566694