কানাইঘাটে যথাযোগ্য মর্যাদায় ২১শে ফেব্রুয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসে সূচনা লগ্নে রাত ১২টা ০১মিনিটের সময় কানাইঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, উপজেলা ও পৌর আ’লীগ ও অঙ্গসংগঠন, উপজেলা ও পৌর বিএনপি অঙ্গসংগঠনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়। এছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় আয়োজন করা হয়। বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে শহীদদের স্মরণে আলোচনা সভা ও সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানসহ সর্বত্র জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়