Monday, February 11

::কানাইঘাটে বখাটের মোটর সাইকেলের আঘাতে এস.এস.সি পরীক্ষার্থী ছাত্রী গুরুতর আহত ::

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট হারিছ চৌধুরী একাডেমীর এস.এস.সি পরীক্ষার্থী এক ছাত্রীকে লাথি মেরে রাস্তায় ফেলে দিয়ে ইচ্ছাকৃতভাবে মোটর সাইকেল শরীরের উপর দিয়ে উঠিয়ে গুরুতর আহতের খবর পাওয়া গেছে। এ ঘটনাটি ঘটেছে গত রোববার বেলা দেড়টায় পৌরসভার ডালাইচর গ্রামের কাউন্সিলার তাজ উদ্দিনের বাড়ীর সামনে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হারিছ চৌধুরী একাডেমীর ছাত্রী হুছনে আরা বেগম (১৬) ও তার দু’সহপাঠী রবিবার এস.এস.সি পরীক্ষা দিয়ে বাড়ী ফেরার পথে উত্তর লক্ষীপ্রসাদ গ্রামের মোবারক আলীর পুত্র বুরহান উদ্দিন (২৫) ঐ ছাত্রীকে মোটর সাইকেল যুগে পিছন দিক থেকে স্বজোরে লাথি মেরে রাস্তায় ফেলে দেয়। পরবর্তীতে বখাটে বুরহান উদ্দিন হুছনে আরার শরীরের উপর দিয়ে মোটর সাইকেল উঠিয়ে দিলে সে মাথায় প্রচন্ড আঘাত পায় এবং নাক সহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। এ সময় বুরহান উদ্দিন মোটর সাইকেলটি রাস্তায় রেখে পালিয়ে যায়। এক পর্যায়ে অজ্ঞান অবস্থায় স্থানীয় লোকজন আহত এস.এস.সি পরীক্ষার্থী হোসনে আরাকে উদ্ধার করে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার মাথা ও নাকের আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আত্মীয় স্বজনরা সিলেটের রাগিব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়