আগামী ২৭ জানুয়ারি বিকেলে জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন বসছে । গতকাল সোমবার রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এ অধিবেশন ডাকেন। এটি হবে নবম সংসদের ষোড়শ অধিবেশন। স্পিকারের একান্ত সচিব জয়নাল আবেদীন বলেন, ওই দিন বিকেল সাড়ে ৩টায় অধিবেশন শুরু হবে।
অধিবেশন শুরুর আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে ঠিক করা হবে এই অধিবেশন কত দিন চলবে। সংবিধানের ৭৩ অনুচ্ছেদ অনুযায়ী বছরের শুরুর প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কথা রয়েছে।
প্রধান বিরোধী দল বিএনপির অনুপস্থিতির মধ্যেই গত ২৯ নভেম্বর সংসদের পঞ্চদশ অধিবেশন শেষ হয়। পরবর্তী অধিবেশনে বিরোধী দলকে দেখার প্রত্যাশা রেখে ওই অধিবেশনের সমাপ্তি টানেন স্পিকার আবদুল হামিদ। বিএনপি ও সমমনা দলগুলো ত্রয়োদশ অধিবেশন থেকেই সংসদ বর্জন করে আসছে।
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া টানা ৮৩ দিন অনুপস্থিতির পর গত ১৮ মার্চ সংসদে ফিরলেও ওই অধিবেশনের পর আর সংসদে ফেরেননি। অবশ্য এরই মাঝে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার সমাপনীতে এক ঘণ্টা ৫৩ মিনিট বক্তব্য দেন তিনি, যা বাংলাদেশের ইতিহাসে বিরোধীদলীয় নেতার ক্ষেত্রে সবচেয়ে দীর্ঘ বক্তৃতা।
সর্বশেষ গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে দেখা হলে বিরোধীদলীয় নেতাকে সংসদে ফেরার আহ্বান জানান স্পিকার আবদুল হামিদ। বিরোধীদলীয় নেতাও সেই অনুরোধ বিবেচনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। অবশ্য বিএনপি আসছে, নির্দলীয় সরকারের বিল আনলেই তারা সংসদে ফিরবে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়