Monday, January 7

!! কানাইঘাটে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত !!


নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা আজ সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি নির্বাহী কর্মকর্তা এসএম সোহরাব হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত কমিটির সদস্যরা উপজেলার সার্বিক আইন শৃঙ্খলার চিত্র তুলে ধরেন। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে পৌর মেয়র লুৎফুর রহমান বলেন, এলাকার শান্তি শৃঙ্খলা রার জন্য চিহ্নিত অপরাধী মাদক ব্যবসায়ী চোরাকারবারী ও জোয়াড়ীদের তালিকা তৈরী করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। জেলা আ’লীগ নেতা স্থানীয় এম.পি হাফিজ আহমদ মজুমদারের কো-অর্ডিনেটর মস্তাক আহমদ পলাশ উপজেলার আইনশৃঙ্খলার স্বাভাবিক রয়েছে দাবী করে সম্প্রতি পাথর কোয়ারীতে অবস্থিত সরকারী ভূমি থেকে মাটি খুড়ে পাথর উত্তোলনের ঘটনার দায়েরকৃত মামলায় এলাকার কিছু নিরীহ লোকজনকে জড়ানো হয়েছে উল্লেখ করে বিষয়টি তদন্ত করে দেখার জন্য বলেন। সদর ইউপির চেয়ারম্যান অধ্য সিরাজুল ইসলাম জঙ্গিবাদীদের বিষয় থানা প্রশাসনকে সজাগ থাকার আহ্বান জানান, লীপ্রসাদ পশ্চিম ইউপির চেয়ারম্যান ফারুক চৌধুরী বলেন, ইদানিং সুরাইঘাট বাজারে মাদক সেবী ও জোয়াড়ীদের উৎপাত বেড়ে গেছে এবং দু’একটি গরু চুরির ঘটনা ঘটছে বলে তিনি উল্লেখ করেন। দিঘীরপাড় ইউপির চেয়ারম্যান প্রভাবশালীদের কবল থেকে মিকিরপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা বটল মিয়ার একমাত্র বসত বাড়ীটি রা এবং তার উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানান। সাংবাদিক নিজাম উদ্দিন যুব সমাজের অবয় রোধে মাদক বিরোধী অভিযান জোরদার এবং সম্প্রতি কানাইঘাট বাজারের একজন ব্যবসায়ী কর্তৃক প্রবাসীর স্ত্রীর অশ্লীল ভিডিও চিত্র বাজারে ছেড়ে দেওয়ায় এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানান। আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত কানাইঘাট থানার ওসি (তদন্ত) শেখ মহসিন আলম আইনশৃঙ্খলা স্বাভাবিক রয়েছে উল্লেখ করে বলেন, আইন শৃঙ্খলার উন্নয়নের ল্েয অপরাধী মাদক ব্যবসায়ী, মাদক সেবী, জুয়াড়ীদের গ্রেফতার করতে উপজেলা জুড়ে পুলিশ প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। এলাকার অপরাধ কর্মকান্ড দমনে তিনি সমন্বয় কমিটির সকল সদস্য জনপ্রতিনিদি সচেতন মহলকে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করার জন্য বলেন। এদিকে একই দিনে উপজেলা সমন্বয় কমিটি এবং চোরাচালনী প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। মাসিক সমন্বয় কমিটির সভায় উপজেলার সার্বিক উন্নয়নমূলক কর্মকান্ড সচ্ছতা ও জবাব দিহিতার উপর গুরুত্বারোপ করা হয় এবং শাহবাগ-কানাইঘাট-দরবস্ত সড়কের চলমান উন্নয়নমূলক কর্মকান্ডের ব্যাপক অনিয়ম দূর্নীতি হচ্ছে উল্লেখ করে এব্যাপারে উর্ধ্বতন কর্তৃপকে বিষয়টি অবহিত করার সিন্ধান্ত হয়।  


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়