উপমহাদেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ বহু ধর্মীয় গ্রন্থের রচয়িতা কানাইঘাট দারুল উলুম, দারুল হাদিস কৌমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা মুশাহিদ বায়মপুরী (রহঃ) চিন্তা-চেতনা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দেওয়ার ল্েয তাঁরই নামে প্রতিষ্ঠিত নবগঠিত আল-মুশাহিদ স্মৃতি পরিষদের উদ্যোগে আজ মঙ্গলবার বিকাল ২টায় কানাইঘাট পূর্ববাজারে এক বিশাল সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। আল-মুশাহিদ স্মৃতি পরিষদ নবগঠিত প্রস্তুতি কমিটির আহবায়ক হাজী ইফজালুর রহমানের সভাপতিত্বে এবং ছাত্রনেতা কয়ছর আলমের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ জননেতা জমির উদ্দিন প্রধান, সমাজসেবী সাজ্জাদুর রহমান ফারুকী, জালাল আহমদ, হাফিজ মাওলানা হিফজুর রহমান, সাবেক ইউপি সদস্য সামসুদ্দিন, আলাউদ্দিন মামুন, অধ্যাপক হাবিব আহমদ, মুশাহিদ বায়মপুরীর সাহেবজাদা মাওলানা জমিল আহমদ, ফরিদ আহমদ, পৌর কাউন্সিলর হাজী শরীফুল হক, ইজ্জাদুর রহমান চৌধুরী, আব্দুল খালিক মোস্তফা, হাজী সফর আলীসহ মঞ্চে কানাইঘাট-জকিগঞ্জের গণ্যমান্য ব্যক্তিবর্গ আলেমে দ্বীনগণসহ বিভিন্ন পেশার শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, উপমহাদেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ দার্শনিক আল্লামা মুশাহিদ বায়মপুরী (রহঃ) একজন সফল রাজনীতিবিদ জনপ্রতিনিধি হিসেবে সারাদেশে যেমন তাঁর খ্যাতি রয়েছে তেমনি করে তিনি মুসলিম বিশ্বের একজন ইসলামী চিন্তাবিদ হিসেবে সুপরিচিতি লাভ করেছিলেন। কিন্তু আজকে এ মহান মনীষীকে খাটো করে একটি মহল তার নামভাঙ্গিয়ে ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টায় লিপ্ত রয়েছে। তাঁরই প্রতিষ্ঠিত দেশের অন্যতম ধর্মীয় প্রাচীন বিদ্যাপীঠ কানাইঘাট দারুল উলুম মাদ্রাসা থেকে তাঁর নাম মুছে ফেলার ষড়যন্ত্র চলছে। মাদ্রাসার ওয়াকফ সম্পত্তি এলাকাবীকে অবহিত না করে বিক্রি করা হচ্ছে। মাদ্রাসার সম্পত্তি ও অর্থের হিসাব সুষ্ঠুভাবে অডিট হচ্ছে না। মাওলানা বায়মপুরীর সাহেবজাদা মাওলানা জমিল আহমদকে শিক্ষক হিসাবে ষড়যন্ত্র করে দু’একজন শিক্ষক মাদ্রাসায় ঢুকতে দিচ্ছে না। মাদ্রাসার ঐতিহ্য রা এবং বায়মপুরীর রেখে যাওয়া আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে আল-মুশাহিদ স্মৃতি পরিষদের পক্ষ থেকে প্রতি বছর ধর্মীয় মাহফিল তাঁর জীবন কর্মের উপর আলোচনা, তাঁর রচিত ধর্মীয় বই গবেষনার মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য সবধরণের উদ্যোগ নেওয়া হবে বলে সভায় বক্তারা ঘোষনা করেন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়