Thursday, January 24

:: ডালাইচর স্টুডেন্ট ওয়েল ফেয়ার সোসাইটির উদ্যোগে মেধাবী শিক্ষার্থী ও গুণীজনদের সংবর্ধনা প্রদান ::

নিজস্ব  প্রতিবেদক:
কানাইঘাট ডালাইচর স্টুডেন্ট ওয়েল ফেয়ার সোসাইটির উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় বিভিন্ন স্কুল থেকে ডালাইচর গ্রামের পিএসসি ও জেএসসি পরীক্ষায় উর্ত্তীণ মেধাবী শিক্ষার্থী এবং গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। স্থানীয় ডালাইচর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সোসাইটির সভাপতি নজির হাসান তুহিনের সভাপতিত্বে ও সেক্রেটারী রুবেল আহমদ সাগরের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র লুৎফুর রহমান। প্রধান আলোচক ছিলেন কানাইঘাট ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাতী রানী দাস, কানাইঘাট ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুল আলম মামুন, কানাইঘাট থানার ওসি (তদন্ত) মহসিন আলম, কানাইঘাট সরকারী প্রাঃ শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ, সেক্রেটারী ইকবাল আহমদ, সাংগঠনিক সম্পাদক খাজা আজির উদ্দিন, চিত্রশিল্পী ভানু লাল দাস, কানাইঘাট মুক্তিযোদ্বা সন্তান কমান্ডের আহবায়ক আব্দুল হেকিম শামীম, সংগঠনের পৃষ্ঠপোষক এনামুল হক, ছাত্রনেতা শাহাব উদ্দিন, আজমল হোসেন, মামুন রশিদ রাজু, স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের দপ্তর সম্পাদক আখতারুজ্জামান হিমেল, ডালাইচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীলিমা চক্রবর্তী, রোমান প্রমুখ। অনুষ্ঠান শেষে পিএসসি ও জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী এবং ডালাইচর প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের মধ্যে সংগঠনের পক্ষ থেকে ক্রেষ্ট ও সম্মাননা তুলে দেন অতিথিবৃন্দ।




শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়