Thursday, January 24

!! কানাইঘাটে ইউপি সদস্যা কর্তৃক প্রবাসীকে জুতা পেটা !!

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট ৪নং সাতবাক ইউপির ৭নং সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্যা শাবান বেগম (৩০) এর গৃহে গত ২০ জানুয়ারি রাতে এক কাতার প্রবাসী যুবকের প্রবেশের ঘটনায় ঐ যুবককে ইউপি সদস্যা শাবানা বেগম কর্তৃক জুতা পেটা ও ২০ হাজার টাকা জরিমানার ঘটনায় এলাকায় ব্যাপক
চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় লোকজনদের কাছ থেকে জানা যায়, গত ২০ জানুয়ারি রাত অনুমানিক ৮টার দিকে ইউপি সদস্যা শাবানা বেগমের নিজ বাড়ী ভবানীগঞ্জ গ্রামে মোবাইল ফোন আলাপের সূত্র ধরে ৩নং দীঘির পার ইউপির হিম্মতের মাটি গ্রামের আব্দুল কাদিরের ছেলে কাতার প্রবাসী বেবুল আহমদ (৩৫) শাবানা বেগমের গৃহে প্রবেশ করে। এক পর্যায়ে ইউপি সদস্যার স্বামী বাবুল আহমদ বাড়ীতে ফেরে পরপুরুষ বেবুল আহমদকে তার গৃহে দেখে আটক করে রাখেন। বিষয়টি এলাকায় জানাজানি হলে প্রচুর লোকজন ইউপি সদস্যার বাড়ীতে ভিড় জমান। খবর পেয়ে বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তি করার জন্য সাঁতবাক ইউনিয়ন পরিষদের সদস্য শফিকুর রহমান, হারিছ নোমানী, শফিক উদ্দিন, শফিকুর রহমান এবং দীঘিরপাড় ইউনিয়ন পরিষদের সদস্য আবুল আহমদ এবং বেবুল আহমদের আত্মীয় স্বজন শাবানা বেগমের বাড়ীতে যান। রাত সাড়ে ৩টা পর্যন্ত আলাপ আলোচনার পর কাতার প্রবাশী বেবুল আহমদকে ইউপি সদস্যার ঘরে প্রবেশ করায় ২০হাজার টাকা জরিমানা করে ১৫০টাকার স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়। ইউপি সদস্যা শাবানা বেগম এ ঘটনায় এ যুবককে উপর্যুপরি জুতাপেটা করেন। ছেলে পক্ষের আত্মীয় স্বজনের অভিযোগ মোবাইল ফোনে শাবানা বেগমের সাথে এ প্রবাসীর পরিচয় এবং পূর্বে সাক্ষাৎ হয়। শাবানা বেগমের ফোন পেয়ে ২০ জানুয়ারি রাতে বেবুল আহমদ তার বাড়ীতে যাবার অপরাধে আসল ঘটনাটি ধামা চাপা দেওয়ার জন্য এ ঘটনা ঘটানো হয়েছে। এ ব্যাপারে ইউপি সদস্য শফিকুর রহমানের সাথে যোগাযোগ করা হলে, তিনি বিষয়টি সত্য বলে জানান। শাবানা বেগমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঐ যুবক তাকে প্রায়ই মোবাইল ফোনে উত্যক্ত করত। অনাধিকার ভাবে তার গৃহে প্রবেশ করায় তাকে আটক করে সালিশরা জুতা মেরেছেন বলে বিষয়টি এড়িয়ে যাবার চেষ্টা করেন। ইউপি সদস্যা আবুল আহমদ বলেন, বেবুলকে ইউপি সদস্যার বাড়ীতে আটক করা হয়েছে জানতে পেরে তিনি সেখানে যান জুতা পেটার কথা স্বীকার করে বলেন ২০হাজার টাকা জরিমানার বিষয়টি আগামী মাসের ১০তারিখে বসে সমাধান করা হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়