Monday, January 7

:: মুশাহীদ বায়মপুরী স্মৃতি পরিষদ গঠনের লক্ষ্যে কানাইঘাট বাজারে জনসভা ::

নিজস্ব প্রতিবেদক:
উপমহাদেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ বহু ধর্মীয় গ্রন্থের রচয়িতা কানাইঘাট দারুল উলুম দারুল হাদীস কৌমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা মুশাহিদ (রহঃ)’র বর্ণাঢ্য জীবনের উপর রিসার্চ এবং তার রেখে যাওয়া আদর্শকে আজীবন ধরে রাখার লক্ষ্যে আল-মুশাহিদ স্মৃতি পরিষদ গঠনের লক্ষ্যে এক সভা গত রবিবার বেলা ২টায় কানাইঘাট পূর্ব বাজারে অনুষ্ঠিত হয়। কানাইঘাটের বিশিষ্ট মুরব্বী সাবেক ইউপি চেয়ারম্যান হাজী ইফজালুর রহমানের সভাপতিত্বে উক্ত মত বিনিময় সভায় কানাইঘাটের গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম সমাজ, শিক্ষাবিদসহ বিভিন্ন ইসলামী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্রসমাজসহ বহু মানুষ উপস্থিত ছিলেন। সভায় আল-মুশাহিদ স্মৃতি পরিষদ গঠনের লক্ষ্যে হাজী ইফজালুর রহমানকে আহবায়ক বিশিষ্ট রাজনীতিবিদ জমির উদ্দিন প্রদান, বিশিষ্ট শিক্ষানুরাগী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলামকে যুগ্ম আহবায়ক এবং আল্লামা মুশাহিদ বায়মপুরীর সাহেবজাদা মাওলানা জমিল আহমদকে সদস্য সচিব করে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার উক্ত পরিষদের উদ্যোগে কানাইঘাট পূর্ব বাজারস্থ ডাকবাংলো মাঠে বিকাল ২টায় এক জনসভার আয়োজন করা হয়েছে। উক্ত জনসভায় কানাইঘাটের সর্বস্তরের জনসাধারণকে উপস্থিত থাকার জন্য আহবান করা হয়েছে। সভায় আল্লামা মুশাহিদ বায়মপুরীর প্রতিষ্ঠিত দারুল উলুম মাদ্রাসার সুনাম বিনষ্টকারীদের ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহবান জানানোর পাশাপাশি  স্থানীয় প্রশাসন কর্তৃক বায়মপুরীর মাজারে নেইমপ্ল্যাটের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত পরিবর্তন করে নতুন করে তাঁহাকে খাটো করে নেইমপ্ল্যাট স্থাপনের তীব্র নিন্দা জানানো হয় এ সভায়।


শেয়ার করুন

1 comment:

  1. khub valo uddug but aleem shomaj ke upekka kore ki shomvob?

    ReplyDelete

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়