জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী ১৮ দলীয় ঐক্যজোটের ডাকা সকাল সন্ধ্যা হরতাল কানাইঘাটে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। হরতালের সমর্থনে সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত পৌর শহর সহ উপজেলা বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং মনসুরিয়া মাদ্রাসা পয়েন্টে জামায়াত শিবিরের নেতাকর্মীদের পিকেটিং করতে দেখা গেছে। বেলা ১২টার দিকে কানাইঘাট বাজারে হরতালের সমর্থনে বিএনপির দু’টি গ্রুপ পৃথকভাবে মিছিল বের করে। মিছিল পরবর্তী পূর্ববাজারে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন, কানাইঘাট পৌর বিএনপির আহবায়ক ইফজালুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ আহমদ, থানা বিএনপির যুগ্ম সম্পাদক হাজী জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলার শরিফুল হক, জমিয়তে উলামায়ের সভাপতি মাওঃ ফজলুর রহমান, খেলাফত মজলিস নেতা শিব্বির আহমদ, জমিয়ত নেতা মাওঃ আলিম উদ্দিন, বিএনপি নেতা আজির উদ্দিন, নজরুল ইসলাম রুকন, আলমাছ উদ্দিন, কৃষক দলের সভাপতি কাউন্সিলার রহিম উদ্দিন ভরসা, যুবদলের আহবায়ক আব্দুল মান্নান, যুগ্ম আহবায়ক মামুন রশিদ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক আহমদ, শ্রমিক দলের আহবায়ক জাকারিয়া, যুগ্ম আহবায়ক এবাদুর রহমান, থানা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম, সহসভাপতি খছরুজ্জামান পারভেজ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী, রাশিদুল হাসান টিটু, পৌর শ্রমিকদলের আহবায়ক আবিদুর রহমান, যুগ্ম আহবায়ক জাফর আহমদ, পৌর যুবদলের আহবায়ক জসিম উদ্দিন, যুগ্ম আহবায়ক রোমান সিদ্দিকী, ডালিম, আজির, ছাত্রদল নেতা আমিনুল ইসলাম, দেলোওয়ার, রুহুল, রুহুল আমিন, বদরুল, রিয়াজ, বিজয় দাস প্রমুখ। অপরদিকে বিএনপি অপর গ্রুপের প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, থানা বিএনপির সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক অধ্যাপক হাবিব আহমদ, বিএনপি নেতা নিজাম উদ্দিন, থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম,যুবদল নেতা আমিন মেম্বার, ছাত্রদল নেতা জাকির উদ্দিন, বাছিত প্রমুখ। হরতাল চলাকালে কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশকে টহল দিতে দেখা গেছে। বেলা বাড়ার সাথে সাথে যানবাহন চলাচল শুরু হয়। ব্যাংক-বীমা খোলা থাকলেও লেনদেন হয়েছে কম।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়