Thursday, January 31

স্কাউটদের দেশের যে কোনো প্রয়োজনে প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের যে কোনো প্রয়োজনে সদা প্রস্তুত থাকতে এবং সেবার মানসিকতা নিয়ে দায়িত্ব পালনের জন্য স্কাউটদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, স্কাউটদের মূলমন্ত্র হচ্ছে- সদা প্রস্তুত ও সেবা। এজন্য আপনাদেরকে দেশের যে কোনো প্রয়োজনে সব সময় প্রস্তুত থাকতে হবে এবং সেবার মানসিকতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে। তিনি গতকাল বৃহস্পতিবার সকালে এখানে নিপেন্দ্র চন্দ্র উচ্চবিদ্যালয় মাঠে দশম জাতীয় রোভার মুট এবং পঞ্চম জাতীয় কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প (কমডেকা) উদ্বোধনকালে এ কথা বলেন। প্রধানমন্ত্রী স্কাউটদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালন এবং সততা ও দেশপ্রেমের চেতনায় আদর্শ নাগরিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পরামর্শ দেন। শেখ হাসিনা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট আন্দোলন বিস্তৃত করা এবং তাদের উন্নত চরিত্র গঠনের পাশাপাশি জাতীয় উন্নয়নে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার পরিবেশ তৈরির আহ্বান জানান। বাংলাদেশ স্কাউটের সভাপতি মো. আব্দুল করিম, চিফ ন্যাশনাল কমিশনার মো. আবুল কালাম আজাদ, রোভার মুট সাংগঠনিক কমিটির সভাপতি আবু আলম মো. শহীদ খান অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে বক্তৃতা করেন।



সপ্তাহব্যাপী এই রোভার মুট ও কমডেকাতে প্রায় ৭শ' স্কাউট, রোভার স্কাউট, স্বেচ্ছাসেবী ও কর্মকর্তা যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রী পায়রা উড়িয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। 'তুমি যা দেখেছো তার চেয়ে একটু ভালো অবস্থায় এই পৃথিবী ত্যাগ করো' -স্কাউটসের অগ্রদূত স্যার রবার্ট ব্যাডেন পাওয়েলের এই উক্তি উদ্ধৃত করে প্রধানমন্ত্রী এই দেশ ও বিশ্বকে আরো এগিয়ে নেয়ার শপথ নিতে স্কাউটদের প্রতি আহ্বান জানান। বিশ্বব্যাপী স্কাউট আন্দোলন ছড়িয়ে পড়ছে -এ কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এই আন্দোলনের মাধ্যমে ছেলে-মেয়েরা শৈশব থেকে আ�নির্ভরশীল ও সেবার লক্ষ্য নিয়ে বেড়ে উঠে। এবারের মুট ও কমডেকে'র প্রতিপাদ্যকে সময়োপযোগী অভিহিত করে তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর ২০১০ সালে বাংলাদেশ স্কাউটের চতুর্থ বার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনার আওতায় বিভিন্ন অঞ্চল, জেলা, উপজেলায় স্কাউট র‌্যালি অনুষ্ঠিত হয়। এর ধারাবাহিকতায় জাতীয় পর্যায়ে মুট ও কমডেকা আয়োজিত হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে সামাজিক উন্নয়ন ক্যাম্প বা কমডেকা অনুষ্ঠানের সুবাদে স্থানীয় জনসাধারণ উপকৃত হচ্ছে। এছাড়া সমাজ এগিয়ে যাচ্ছে এবং অংশগ্রহণকারীরা বিভিন্ন অঞ্চলের স্থানীয় পরিবেশ ও সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ পাচ্ছে। (ফেয়ার নিউজ)


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়