Thursday, January 31

!! পল্টনের মামলায় ফখরুলের জামিন !!

 বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবরোধে ভাংচুর- সহিংসতার একটি মামলায় দায়রা আদালত থেকে জামিন পেয়েছেন। মহানগর দায়রা জজ মো. জহুরুল হক শুনানি শেষে পল্টন থানার মামলায় ফখরুলের জামিন মঞ্জুর করেন। কলাবাগান থানার আরেক মামলায় একই আদালতে ফখরুলের জামিন আবেদনের শুনানি হলেও পরে আদেশ দেবেন বলে জানিয়েছে আদালত। এ দুই মামলায় বুধবার ফখরুলের আবেদনের শুনানির দিন ধার্য থাকলেও তার আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ আবেদনে মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আখতারুজ্জামান শুনানি একদিন পিছিয়ে দেন। পল্টন থানায় বিস্ফোরক আইনের মামলায় ফখরুল জামিনের এই আবেদন করেন গত ২৮ জানুয়ারি। আর তার আগের দিন ভাংচুরের অভিযোগে কলাবাগান থানার আরেক মামলায় জামিনের আদেবন করেন। দুটি মামলাতেই ফখরুলের আবেদন হাকিম আদালতে নাকচ হয়ে যায়। গত ৯ ডিসেম্বর ১৮ দলের রাজপথ অবরোধের সময় গাড়ি ভাংচুরের ঘটনায় ঢাকায় যে ৩৮টি মামলা হয়, তার প্রায় সবকটিতে আসামি করা হয়েছে ফখরুলকে। এর মধ্যে চারটি মামলায় গ্রেপ্তার দেখানোর পর উচ্চ আদালত থেকে জামিন পান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। এর মধ্যে পল্টন ও শেরেবাংলা নগর থানার দুটি মামলায় ১০ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে গ্রেপ্তার করা হয়। ওই দুই মামলায় ফখরুলের জামিন আবেদন মহানগর হাকিম আদালত ও দায়রা জজ আদালতে খারিজ হয়ে গেলে হাই কোর্টে যান এই বিএনপি নেতা।



হাইকোর্ট ২ জানুয়ারি তাকে ৬ মাসের অন্তবর্তীকালীন জামিন দিলেও পরদিন তাকে নতুন করে মতিঝিল ও সূত্রাপুর থানার দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ১৫ জানুয়ারি গাড়ি ভাঙচুরের অভিযোগে সূত্রাপুর থানার মামলায় জামিন পান ফখরুল। মতিঝিলের মামলায় নিম্ন আদালতে তার জামিন আবেদন নাকচ হয়ে গেলেও পরে হাই কোর্ট থেকে ছয় মাসের জামিন পান তিনি। এরইমধ্যে ফখরুলকে কলাবাগান ও পল্টন থানার অন্য দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ। অবরোধের দিন পুলিশের কাজে বাঁধা, হামলা, হত্যা চেষ্টা ও গাড়িভাংচুরের অভিযোগ ও বিস্ফোরক আইনে করা পল্টন থানার মামলায় ফখরুলের জামিন আবেদন ২৭ জানুয়ারি নাকচ করে দেন ঢাকার মহানগর হাকিম মো. সাইফুর রহমান। পুলিশের ১০ দিনের রিমান্ডের আবেদনও নাকচ হয়ে যায়। এ মামলাতেই বৃহস্পতিবার জামিন পেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। আর পুলিশের কাজে বাঁধা, হামলা, হত্যা চেষ্টা ও গাড়িভাংচুরের অভিযোগে করা কলাবাগান থানার মামলায় ফখরুলের জামিন ও পুলিশের রিমান্ড আবেদন ২৪ জানুয়ারি নাকচ করে হাকিম আদালত। তাকে 'যথাযথ আইনি প্রক্রিয়া' ছাড়া নতুন করে কোনো মামলায় গ্রেপ্তার বা হয়রানি না করতে দুই মাসের অন্তর্বতীকালীন আদেশ দিয়েছে হাই কোর্ট। এর আগে হরতালে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুর মামলায় গ্রেপ্তারের পর কাশিমপুর কারাগারে মাস খানেক ছিলেন ফখরুল। পরে তিনি জামিনে ছাড়া পান (ফেয়ার নিউজ)




শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়