Friday, February 1

:: বিএনপি রাজপথে ছিলনা ::

জামায়াতের ডাকা গত বৃহস্পতিবারের হরতালে সমর্থন দিয়েও দেশের কোথাও মাঠে নামেনি বিএনপি। কোন স্থানেই বিএনপির নেতাকর্মীদের কোন ধরনের পিকেটিং বা মিছিলে অংশ নিতে দেখা যায়নি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পরিস্থিতি ছিল অন্যদিনের মতোই। এখানে কিছু নেতাকর্মী জড়ো হলেও হরতালের সমর্থনে কোন কর্মসূচি পালন করেননি তারা। হরতাল নিয়ে কোন ধরনের আনুষ্ঠানিক বক্তব্যও দেননি বিএনপি নেতারা। তবে একটি টিভি চ্যানেলকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, বিএনপি কখনও ট্রাইব্যুনাল ভেঙে দেয়ার দাবি করেনি। আমাদের নেত্রী আগেও বলেছেন, আমরাও যুদ্ধাপরাধের বিচার চাই। তবে তা হতে হবে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে। জামায়াত একটি গণতান্ত্রিক দল। তাদের গণতান্ত্রিক কর্মসূচিতে পুলিশ বাঁধা দিয়েছে। মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল ভেঙে দেয়া এবং তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে গতকাল হরতাল পালন করে জামায়াত। বুধবার দিনের বেলায় এ হরতালের ঘোষণা দেয় দলটি। রাতে বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ এ হরতালে বিএনপির সমর্থনের কথা জানান। এর আগেও একবার জামায়াতের হরতালে নৈতিক সমর্থন দিয়েছিল বিএনপি।(fair news)




শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়