রাজশাহী ও সিলেট বিভাগের ১২ জেলায় কাল বুধবার আধা বেলা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। এর মধ্যে জামায়াতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক তাসনীম আলমকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজশাহীর আট জেলায় এবং সোমবার সিলেট নগরে সমাবেশ করতে না দেওয়ায় বিভাগের চার জেলায় হরতাল ডাকা হয়েছে।
এ দিকে সোমবার সিলেট নগরে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সমাবেশ করতে না দেওয়ায় তাঁরা পুলিশের একটি পিকআপ ভ্যানের চালককে মারধর করে গাড়িতে অগ্নিসংযোগ করেন। এতে সিলেট শহরের বিভিন্ন এলাকায় জামায়াত-শিবিরের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়্
রাজশাহী: জামায়াতের রাজশাহী মহানগর শাখার প্রচার সম্পাদক শাহাদত হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জামায়াতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক তাসনীম আলমকে গ্রেপ্তারের প্রতিবাদে কাল বুধবার সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত রাজশাহী বিভাগে আধা বেলা হরতাল পালন করা হবে। ওই হরতাল সফল করার আহ্বান জানিয়েছেন মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আতাউর রহমান।
সিলেট: প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বেলা তিনটার দিকে নগরের কেন্দ্রস্থল কোর্ট পয়েন্টে সমাবেশ করার চেষ্টা করে জামায়াত-শিবির। বেলা তিনটা থেকে তিনটা ২০ মিনিট পর্যন্ত দক্ষিণ সুরমার কদমতলী মোড়, শাহ পরান থানার শিবগঞ্জ ও মদিনা মার্কেট মোড়ে একযোগে পুলিশের ওপর হামলা চালানোর চেষ্টা করা হয়। কদমতলীতে ইটপাটকেলের আঘাতে পুলিশের তিন সদস্য আহত হন। একই সময় শিবগঞ্জে পুলিশের একটি পিকআপ ভ্যান থামিয়ে চালককে বের করে নিয়ে আসেন। তাঁরা গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং আগুন ধরিয়ে দেন।
মহানগর জামায়াতের নায়েবে আমির ফখরুল ইসলাম বলেন, সমাবেশে পুলিশ বাধা দেওয়ায় কাল বুধবার সিলেট বিভাগের চার জেলায় আধা বেলা হরতাল আহ্বান করা হয়েছে।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, কোনো অনুমতি না নিয়েই জামায়াত-শিবির সমাবেশ করে পরিকল্পিতভাবে সহিংসতা ছড়ানোর কৌশল নেয়। এ কারণে সমাবেশ করতে দেওয়া হয়নি।(নিউজমিডিয়াবিডি.কম)
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়