৪১তম মহান বিজয় দিবস উপলক্ষ্যে কানাইঘাট উপজেলা জামায়াতের উদ্যোগে স্থানীয় জামায়াত কার্যালয়ে উপজেলা জামায়াতের আমির মাওঃ আব্দুল করিমের সভাপতিত্বে, সাধারন সম্পাদক মাওঃ কামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির, মাওঃ আব্দুল মালিক, জামায়াত নেতা মাওঃ শরিফ উদ্দিন, মাওঃ আলিম উদ্দিন, হাফিজ তাজ উদ্দিন, হাফিজ ফয়াজ আহমদ, ডাঃ আব্দুর রকিব, লোকমান আহমদ, শিবির হাফিজ আবুল খায়ের, শিব্বির আহমদ, সেলিম উদ্দিন, শাকির আহমদ, জুবায়ের, পাবেল প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, জাতি এক ক্লান্তিকাল অতিক্রম করছে। স্বাধীনতার মাসেও দমন পীড়ন যেন সরকারের নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। অবিলম্বে এসব কর্মকান্ড বন্ধ করে দেশের মানুষের শান্তি বজায় রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়