Tuesday, December 18

:: বামপন্থীদের শান্তিপূর্ণ হরতাল চলছে ::

মঙ্গলাবার কমিউনিস্ট পার্টি বাংলাদেশ (সিপিবি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) ও বাম মোর্চার ডাকা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে।



মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করা, সাম্প্রদায়িক রাজনীতি আইন করে নিষিদ্ধ করা, গার্মেন্টস শ্রমিক হত্যার বিচারসহ ৬ দফা দাবিতে এ হরতাল ডাকে তারা।



ভোর থেকেই নেতাকর্মীরা দলীয় ও জাতীয় পতাকা হাতে নিয়ে হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে খ- খ- মিছিল বের করেছে।



ভোর পৌনে ৬টার দিকে পুরানা পল্টন সিপিবি কেন্দ্রীয় কার্যালয় থেকে সিপিবি প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লাভলু ও শ্রমিক নেতা মন্টু ঘোষের নেতৃত্বে হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়।



৬টার দিকে তোপখানা রোড বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয় থেকে হরতালের সমর্থনে আরেকটি মিছিল হয়ে সেটিও প্রেসক্লাব, পল্টন, সেগুনবাগিচা এলাকা প্রদক্ষিণ করে।



সিপিবি কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সিপিবি সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, জলি তালুকদারে নেতৃত্বে হরতালের সমর্থনে আরেকটি মিছিল দৈনিক বাংলা মোড় এলাকা দিয়ে প্রেসক্লাবের দিকে এগিয়ে যায়।



বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামের নেতৃত্বে বাসদের একটি মিছিল‍ও পল্টন, দৈনিক বাংলা, প্রেসক্লাব এলাকা প্রদক্ষিণ করেছে।



বর্তমানে খ- মিছিলগুলো পল্টন মোড়ে এসে অবস্থান নিয়েছে। তারা সেখানে রাস্তার ওপর গোল হয়ে বসে বক্তৃতা করছে।



রাস্তা অবরোধ বা গাড়ি ভাঙচুরের কোনো খবর এখনও পাওয়া যায়নি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হরতাল সমর্থকদের সংখ্যাও বাড়ছে।



পুরান ঢাকা, সদরঘাট, গুলিস্তান ও পল্টন এলাকায় কোনো যান চলাচল করছে না। তবে, হাতে গোনা কয়েকটি অটোরিকশা চলাচল করতে দেখা গেছে।



এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাহাদুর শাহ পার্কের সামনে ১৫ থেকে ২০ জন হরতাল সমর্থকে রাস্তায় দাঁড়িয়ে বক্তব্য দিতে দেখা গেছে।



এ সময় হরতাল সমর্থকদের সহযোগিতা করে রাস্তায় গাড়ি চলাচল করতে দিচ্ছেনা পুলিশ।



গুলিস্তানের জিপিও এলাকা ও সচিবালয় এলাকার মধ্যে পুলিশ হরতাল সমর্থকদের সহায়াতা করে রাস্তায় যান চলাচল করতে দিচ্ছেনা।



এদিকে সিপিবি কেন্দ্রীয় কার্যালয়ের নিচে পল্টন মোড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়নে রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে সতর্ক অবস্থানে। তারা খ- খ- মিছিলগুলোকে কোনোরকম বাধা দেয়নি।(বাংলাদেশ নিউজ২৪)




শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়