Monday, December 17

:: কানাইঘাট পৌরসভার উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান ::

৪১ তম মহান বিজয় দিবস উপলক্ষ্যে কানাইঘাট পৌরসভার উদ্যোগে জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা,আর্থিক অনুদান প্রদান উপলক্ষ্যে এক আলোচনা সভা ১৬ই ডিসেম্বর সকাল ১০টায় পৌর কার্যালয়ে অনুষ্টিত হয়। পৌর মেয়র লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং পৌরসভার সহকারী প্রকৌশলী মনির উদ্দিনের পরিচালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুল আলম মামুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি জালাল আহমদ,কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি এম.এ হান্নান,সাধারণ সম্পাদক এখলাছুর রহমান,কানাইঘাট মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল হক,পৌর প্যানেল মেয়র হাজী আব্দুল মালিক,ফখর উদ্দিন শামীম,কানাইঘাট প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন। বক্তব্য রাখেন পৌর কাউন্সিলার তাজ উদ্দিন,হাফিজ নূর উদ্দিন,জাহাঙ্গির আলম,উপ-সহকারী প্রকৌশলী হারুনুর রশীদ,বীর মুক্তিযোদ্ধা আলিম উদ্দিন,চান্দু মিয়া।

আলোচনা সভা শেষে কানাইঘাট পৌর সভার পক্ষ থেকে পৌর মেয়র লুৎফুর রহমান পৌরসভার অর্ন্তভূক্ত বিভিন্ন গ্রামের ২০জন বীর মুক্তিযোদ্ধা এবং মরহুম মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদানের পাশাপাশি তাদেরকে সম্মাননা স্বরূপ আর্থিক অনুদান প্রদান করেন।

মেয়র লুৎফুর রহমান তার বক্তব্যে পৌরসভার পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান এবং মুক্তিযোদ্ধাদের পরিবারের সব ধরনের পৌরকর মৌফুকের ঘোষনা দেন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়