Wednesday, December 19

দুর্বৃত্তদের হামলায় যুক্তরাজ্য শাখা ছাত্রলীগ নেতা খালেদ আহমদ শাহীন গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক:
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের দিনে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের একটি শহীদ মিনারে ফুল নিয়ে যাবার পথে সিলেট জেলা ছাত্রলীগের সিনিয়র সদস্য ও যুক্তরাজ্য শাখা ছাত্রলীগের সম্ভাব্য সাধারন সম্পাদক ছাত্রনেতা খালেদ আহমদ শাহীনের উপর সন্ত্রাসী হামলার খবর পাওয়া গেছে। যুক্তরাজ্যের সময় রাত অনুমান সাড়ে ১১টার দিকে ছাত্রনেতা খালেদ আহমদ শাহীন বিজয় দিবস উপলক্ষ্যে লন্ডন শহীদ মিনারে যাবার উদ্দেশ্যে নিজ বাসা থেকে ফুল নিয়ে বের হন। পতিমধ্যে ৩জনের একটি দুর্বৃত্ত চক্র তার উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে। এ ঘটনাটি লন্ডন বাঙ্গালী কমিউনিটি এবং আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে জানাজানি হলে দ্রুত খালেদ আহমদের বন্ধু বান্ধব যুক্তরাজ্য শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করেন। যুক্তরাজ্য প্রবাসী ছাত্রলীগ নেতা শাহরিয়ার জানান, ছাত্রনেতা খালেদ আহমদের উপর হামলাকারীদের ধরতে লন্ডন পুলিশ তৎপরতা চালাচ্ছে। বর্তমানে তার শারিরীক অবস্থার উন্নতি হয়েছে বলে জানা গেছে। এছাড়া আহত খালেদ আহমদকে হাসপাতালে দেখতে যান যুক্তরাজ্য শাখা আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। উল্লেখ্য যে, ছাত্রলীগ নেতা শাহীন আহমদের বাড়ী কানাইঘাট উপজেলার ব্রাহ্মনগ্রামে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়