Wednesday, December 19

:: যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে কানাইঘাট পৌর আ’লীগের সমাবেশ অনুষ্ঠিত ::

নিজস্ব প্রতিবেদক:
যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে কানাইঘাট পৌর আ’লীগের উদ্যোগে কানাইঘাট বাজার ত্রিমোহনী পয়েন্টে ৪২তম বিজয়ের দিবসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর আ’লীগের আহ্বায়ক জামাল উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম হারুনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আ’লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মস্তাক আহমদ পলাশ, প্রধান বক্তা ছিলেন উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সদর ইউপি চেয়ারম্যান অধ্য সিরাজুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক রফিক আহমদ, এডভোকেট মামুন রশিদ, পৌর আ’লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কে.এইচ.এম আব্দুল্লাহ, কানাইঘাট বাজার বণিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম খোকন, সিলেট ল’কলেজ ছাত্রলীগের সভাপতি মস্তাক আহমদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মস্তাক আহমদ পলাশ বলেন, যুদ্ধাপরাধীদের বিচার শেষ না হওয়া পর্যন্ত একাত্তরের মতো ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলতে মুক্তিযুদ্ধের পরে শক্তির প্রতি আহ্বান জানান। এ ঐক্য থাকলে ষড়যন্ত্রকারীরা যুদ্ধাপরাধীদের বিচার বন্ধের ষড়যন্ত্র কোনদিনই সফল হতে পারবে না।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়