যুক্তরাজ্যস্থ সিলেট কানাইঘাটের একদল তরুণদের উদ্যোগে সিলেটের কানাইঘাট উপজেলার শিক্ষা-সংস্কৃতি ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষে সম্পূর্ণ রাজনীতিমুক্ত এবং সেচ্ছাসেবা মূলক সামাজিক সংগঠন আল ইহসান ইয়ূথ সোসাইটি ইউকে'র আত্মপ্রকাশ হয়েছে । এ উপলক্ষ্যে গত ৬ই ডিসেম্বর বৃহস্পতিবার ইস্ট লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে হাফিজ মাহফুজুর রাহমানের পরিচালনায় ও মাওলানা আবুল হাসানাত চৌধুরীর সভাপতিত্তে এক সভা অনুষ্টিত হয় ।
সভায় উপস্থিত সকল সদস্যবৃন্দের মতামতের ভিত্তিতে মাওলানা আবুল হাসনাত চৌধূরীকে সভাপতি ও ইকবাল আহমদ চৌধূরীকে সেক্রেটারি করে ১১ সদস্য বিশিষ্ট সংগঠন পরিচালনার জন্য একটি কার্যকারী পরিষদ গঠন করা হয়। কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন: সহ-সভাপতিঃ হাফিজ জহির আহমেদ,সহ-সেক্রেটারিঃ গুলজার হুসেইন চৌঃ,সাংগঠনিক সম্পাদকঃ হাফিজ মাহফুজুর রহমান,অর্থ সম্পাদকঃ আলী আকবর,সহকারি অর্থ সম্পাদকঃ আশিক উদ্দিন চৌঃ,প্রচার সম্পাদকঃ আবু জাফর মোঃ তালহা,সমাজকল্যাণ সম্পাদকঃ আব্দুল্লাহ জুবায়ের,সম্মানিত সদস্যঃ ইমাম উদ্দিন চৌঃ ও মইন উদ্দিন।

mohot uddug
ReplyDelete