Tuesday, December 4

:: কানাইঘাটে জামায়াতের ঢিলেঢালা হরতাল পালিত ::

নিজস্ব প্রতিবেদক:
গত সোমবার দেশব্যাপী জামায়াতের বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ বাঁধা দেয়ায় এর প্রতিবাদে আজ মঙ্গলবার দেশব্যাপী জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল কানাইঘাট বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে ঢিলেঢালা ভাবে পালিত হয়েছে। সকাল ৮ টা থেকে ১১ টা পর্যন্ত জামায়াতের হরতাল সীমাবদ্ধ ছিল কানাইঘাটে। হরতালের সমর্থনে জামায়াত শিবিরের নেতাকর্মীরা কানাইঘাট পৌর শহরে কোথাও কোন ধরনের মিছিল পিকেটিং করতে পারেনি। সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত বুরহান উদ্দিন সড়কের কানাইঘাট মনসুরিয়া মাদ্রাসা ত্রিমোহনী পয়েন্টে শতাধিক জামায়াত শিবিরের নেতাকর্মীরা জড়ো হয়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতার সৃষ্টি করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাস্তার অবরোধ তুলে দেয়। সেখানে জামায়াত সংক্ষিপ্ত পথ সভা করে নেতৃবৃন্দ তাদের ভাষায় আন্তর্জাতিক ট্রাইবুন্যালকে অবৈধ আখ্যায়িত করে যুদ্ধাপরাধীদের দায়ে অভিযুক্ত জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তির দাবীতে সরকার ও ট্রাইবুন্যাল বিরোধী নানা স্লোগান দিতে দেখা যায়। এসময় হরতালকারীরা ছাত্রলীগ কর্মী মামুনুর রহমান (১৭) কে পিটিয়ে আহত করে। অপর দিকে জামায়াত শিবিরের নেতাকর্মীরা সকাল ১১টার দিকে সড়কের বাজারের অদূরে জকিগঞ্জ-সিলেট সড়কে গাছ ফেলে অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এসময় স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা হরতাল বিরোধী মোটর সাইকেল র‌্যালী বের করলে হরতালকারীদের সাথে সংঘর্ষ বাধলে জামায়াত শিবিরের নেতাকর্মীরা ছাত্রলীগ কর্মী শাহজাহানের টিভিএস-১০০ সিসি ১টি মোটর সাইকেল জ্বালিয়ে দেয়। এসময় ছাত্রলীগ কর্মী সুজন উদ্দিন ও শাহজাহানসহ কয়েককর্মী ইটপাটকেলের আঘাতে আহত হন। এ খবর ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়লে সড়কের বাজার এলাকায় উত্তেজনা বিরাজ করে। এক পর্যায়ে হরতালকারীরা পিকেটিং ছেড়ে নিরাপদে চলে যায়। পরে সেখানে ছাত্রলীগ নেতাকর্মীরা হরতাল বিরোধী সভা করে। মোটর সাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনায় ছাত্রলীগ কর্মী শাহজাহান বাদী হয়ে জামায়াত শিবিরের ২৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে কানাইঘাট থানায় আজ মামলা দায়ের করেছেন। হরতালে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং সবধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলা সদর, গাছবাড়ী বাজার, সড়কের বাজারসহ গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। হরতাল চলাকালে দূরপাল্লার যানবাহন বন্ধ থাকলেও অটোরিক্সা ও ক্যারিক্যাবসহ অন্যান্য যান চলাচল স্বাভাবিক ছিল। পৌরশহরের দোকান পাট, ব্যাংক, বীমা ও অফিস পাড়া খোলা ছিল। তবে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ জানিয়েছেন তারা গাছবাড়ী বাজারসহ বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে পুলিশী বাধা উপেক্ষা করে পিকেটিং ও মিছিল করেছেন।




শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়