কানাইঘাট বাজারে একই সময়ে একই স্থানে আওয়ামীলীগ ও জামায়াতে ইসলাম পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় স্থানীয় প্রশাসন পৌর এলাকায় আজ সকাল ১০ টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করায় কোন দলই মিছিল-সমাবেশ করতে পারেনি। গ্রেফতার এড়াতে গা ঢাকা দিয়েছে জামায়াত শিবিরের সিনিয়র নেতাকর্মীরা। গত রোববার জামায়াতের দু’নেতা আব্দুল মতিন ও ইয়াহিয়া আটকের পর আত্মগোপন করে জামায়াত শিবিরের টার্গেটফুল ক্যাডাররা। অপ্রীতিকর ঘটনা এড়াতে আজ সোমবার দিনভর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস,এম সোহরাব হোসেন ও কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল হাইর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ কানাইঘাট বাজার ও পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থানে টহল দিতে দেখা গেছে। তবে আজকের হরতালকে ঘিরে সমগ্র উপজেলায় আতংক বিরাজ করছে।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়