নিজস্ব প্রতিবেদক,সিলেট থেকে:
সিলেটের জিন্দাবাজারে জামায়াত-পুলিশের সংঘর্ষে অন্তত আহত হয়েছে ৩১ জন। আহতদের মধ্যে পথচারী,সাংবাদিক ও ৫জন পুলিশ রয়েছেন বলে খবর পাওয়া গেছে।এদিকে জামায়াত-শিবিরের পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করছে জামায়াত। এ ঘটনায় ৪০জন জামায়াত-শিবিরের কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।এদিকে নগরীর বিভিন্ন স্থানে গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছে আইন শৃংখলা বাহিনী।বুধবার দুপুর আড়াইটার দিকে কেন্দ্র ঘোষিত কর্মসূচী হিসেবে কোর্ট পয়েন্ট থেকে মিছিল বের করে জামায়াত। মিছিলটি জিন্দাবাজার পয়েন্টে আসার আগেই পুলিশ বাধা দিলে এ সংঘর্ষ শুরু হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াতের মিছিলটি জিন্দাবাজার আসা মাত্রই পেছন ও সামনের দিক থেকে পুলিশ হাত গ্রেনেড ছুঁড়ে মারলে সংঘর্ষের সুচনা ঘটে। পরে জামায়াত কর্মীরা পাল্টা আক্রমণে ইট-পাটকেল নিক্ষেপ করে। তাতে মুহুর্তের মধ্যে আশপাশের এলাকা রণক্ষেত্র পরিণত হয়।সংঘর্ষ চলাকালে জিন্দাবাজার সহ আসপাশের এলাকায় আতংক ছড়িয়ে পড়ে জিন্দাবাজার-বন্দর এলাকায় প্রায় সব কটি দোকান বন্ধ হয়ে যায়। এসময় বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করতে গিয়ে আহত হন বেশ কয়েকজন পথচারী।ঘটনাস্থলে বিপুল পরিমাণ নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। ঘটনার শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ,র্যাব নিরাপত্তা কর্মীরা জিন্দাবাজার এলাকা সহ নগরীর বিভিন্ন স্থানে গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছে।সিলেট কোতোয়ালী থানার সেকেন্ড অফিসার শাহ মোবাশ্বের জানিয়েছেন, বিকেল সাড়ে তিনটা পর্যন্ত অভিযানে আটক করা হয়েছে ৪০ জনকে। আটককৃতদের মধ্যে পথচারী এবং নিরীহ লোকও থাকতে পারে। পরে যাচাই করে তাদের ছেড়ে দেওয়া হবে।সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল্লাহ আল আজাদ চৌধুরী বলেন, “সংঘর্ষে কোতোয়ালী থানা পুলিশের ওসি আতাউর রহমান ও একজন কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে।



0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়