বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতারের প্রতিবাদে ১৮ দলীয় জোটের ডাকা আধাবেলা হরতাল কানাইঘাটে সর্বাত্মক শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। সকাল থেকেই হরতালের সমর্থনে জোটের নেতাকর্মীরা উপজেলার বুরহান উদ্দিন বাজার, গাছবাড়ী বাজার, সড়কের বাজার, মনসুরিয়া পয়েন্ট, রায়গড়, সুরইঘাট বাজার, চতুল বাজার, বায়মপুর বাসস্ট্যান্ড ও বাইপাস মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পিকেটিং করতে দেখা গেছে। হরতাল চলাকালে বিভিন্ন পয়েন্টে হরতাল সমর্থন কারীরা পৃথক পৃথক পথসভা করেছেন। দুপুর ১২টায় হরতালের সমর্থনে কানাইঘাট বাজারে ১৮ দলীয় জোটের একটি বিক্ষোভ মিছিল বের হয়। অপর দিকে জামায়াতের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডাঃ শফিকুর রহমানকে গ্রেফতার করায় অর্ধদিবসের হরতালে জামায়াত শিবিরের বিপুল সংখ্যক নেতা কর্মীরা বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীরা পিকেটিং করতে দেখা গেছে। এছাড়া জামায়াত গাছবাড়ী বাজার ও বুরহান উদ্দিন বাজারে হরতালের সমর্থনে মিছিল সমাবেশ করেছে। এদিকে হরতাল বিরোধী তৎপরতা করতে দেখা গেছে উপজেলা আ’লীগের আহ্বায়ক ও পৌর মেয়র লুৎফুর রহমান, পৌর আ’লীগের আহ্বায়ক জামাল উদ্দিন, ছাত্রলীগের আহ্বায়ক গিয়াস উদ্দিন ও যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম হারুনসহ বেশ কিছু নেতাকর্মীকে। হরতাল চলাকালে বিপুল সংখ্যক পুলিশ উপজেলা সদর ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল দিতে দেখা গেছে। পৃথক পৃথক পথসভায় বক্তব্য রাখেন-পৌর বিএনপির সভাপতি হাজী ইফজালুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ আহমদ, বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হেকিম বিএ, কাউন্সিলর শরীফুল হক, জমিয়তের সভাপতি মুফতি মাওলানা এবাদুর রহমান, ইসলামী ঐক্যজোট নেতা মাওলানা আজির উদ্দিন, জেলা ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক হাজী জসিম উদ্দিন, বিএনপি নেতা কাউন্সিলর রহিম উদ্দিন ভরসা, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ, যুবদলের যুগ্ম আহবায়ক মামুন রশিদ, থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক আহমদ, থানা শ্রমিক দলের আহবায়ক জাকারিয়া, আবিদুর রহমান, থানা ছাত্রদল সভাপতি নজরুল ইসলাম, সহ সভাপতি খসরুজ্জামান, রাশিদুল হাসান টিটু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদ্য কারামুক্ত আহবায়ক মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক মুহাম্মদ আলী মেম্বার, পৌর যুবদলের আহবায়ক জসিম উদ্দিন, যুগ্ম আহবায়ক রুমান সিদ্দিকী, ছাত্রদল নেতা রুহুল আমীন প্রমুখ। জামায়াতের পথসভাগুলোতে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওঃ আব্দুল মালিক, সাধারণ সম্পাদক মাওঃ কামাল উদ্দিন, মাওঃ শরিফ উদ্দিন, হাফিজ তাজ উদ্দিন, আলিম উদ্দিন, শিবিরের সভাপতি সেলিম উদ্দিন, শিব্বির আহমদ, শিবির নেতা ইকবাল আহমদ, শাকির আহমদ, জামায়াত নেতা কামাল উদ্দিন প্রমুখ।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়