Wednesday, December 12

:: কানাইঘাটে হরতালে মাঠে থাকবে আ’লীগ ::

নিজস্ব প্রতিবেদক:
বিএনপি নেতৃত্ত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা আগামীকালকের হরতালে কানাইঘাটে মাঠে থাকবে ক্ষমতাসীন আ’লীগ। গত মঙ্গলবারের ১৮ দলীয় জোটের আহুত হরতাল চলাকালে অন্যান্য হরতালগুলোর মতো রাজপথে তৎপর ছিল আ’লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। এদিন এসব সংগঠনের হরতাল বিরোধী মহড়াসহ নানা কর্মসূচিতে সরগরম ছিল পৌর শহরের বিভিন্ন এলাকা। সকাল থেকেই আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতারা কানাইঘাট বাজারে সমবেত হতে শুরু করে। এ সময় থেকে নেতাকর্মীরা মনসুরিয়া পয়েন্ট, রামিজা বালিকা উচ্চ বিদ্যালয় পয়েন্ট, বাইপাস, রায়গড় ও সেন্টারসহ বিভিন্ন স্থানে তৎপর ছিল। অবশ্য রোববারের অবরোধ কর্মসূচির মতো মঙ্গলবারের হরতাল চলাকালে সরকার সমর্থিত নেতাকর্মীদের মারমুখী অবস্থান দেখা যায়নি। কানাইঘাট বাজারে উপজেলা আ’লীগের আহবায়ক ও পৌর মেয়র লুৎফুর রহমান এবং সিনিয়র যুগ্ম আহবায়ক সদর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম, পৌর আ’লীগের আহবায়ক জামাল উদ্দিনের নেতৃত্বে হরতালের বিপক্ষে পৃথক দুটি মহড়া অনুষ্ঠিত হয়। আগামীকালকের হরতালেও আ’লীগ ও সহযোগী সংগঠনগুলোর হরতাল বিরোধী ব্যাপক প্রস্তুতি রয়েছে। পৌর আ’লীগের আহবায়ক জামাল উদ্দিন বলেন, হরতালের নামে বিএনপি বা তাদের জোট মিত্র দলগুলো কোন ধরনের নৈরাজ্য ও ধ্বংসাত্মক কর্মকান্ড করলে তা সমোচিত জবাব দিতে আমরা রাজপথে অবস্থান করব। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শরীফুল হক বলেন, কেন্দ্র ঘোষিত আধা বেলা হরতাল শান্তিপূর্ণ ভাবে পালনে তাদের প্রস্তুতি রয়েছে। প্রশাসন বা অন্য বিরোধী কোন শক্তি বাঁধা প্রদান করলে দাঁত ভাঙ্গা জবাব দিতে বিএনপি বদ্ধপরিকর।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়