আইইউআইডিপির অর্থায়নে গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে কানাইঘাট পৌর সভায় ৩০লক্ষ টাকা ব্যয়ে ৩টি রাস্তার পীচঢালা বিটুমীন ও মেকাডম মিশ্রিত পাকা করনের কাজ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১টায় সাড়ে ১০লক্ষ টাকা ব্যয়ে আইইউআইডিপির অর্থায়নে পৌরসভার ৮নং ওয়ার্ডের অন্তর্ভূক্ত কানাইঘাট দক্ষিণ বাজার হইতে নোয়াম সেন্টার পর্যন্ত বাই পাস সড়কে পাকা করনের কাজের শুভ উদ্বোধন করেন পৌর মেয়র লুৎফুর রহমান। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, পৌর প্যানেল মেয়র ফখরুদ্দিন শামীম, ৮নং ওয়ার্ডের কাউন্সিলার তাজ উদ্দিন, ১নং ওয়ার্ডের কাউন্সিলার হাজী শরিফুল হক, ২নং ওয়ার্ডের কাউন্সিলার জাহাঙ্গীর আলম ৭নং ওয়ার্ডের কাউন্সিলার রহিম উদ্দিন ভরসা, ৯নং ওয়ার্ডের কাউন্সিলার হাবিব আহমদ, ৫নং ওয়ার্ডের কাউন্সিলার হাফিজ নুর উদ্দিন, পৌরসভার সহকারী প্রকৌশলী মনির আহমদ ও উপ-সহকারী প্রকৌশলী হারুন রশিদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়