Wednesday, December 12

:: কানাইঘাটে ফসলী জমির দখল নিয়ে দু"পক্ষ মুখোমুখি ::

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটের ৫নং বড়চতুল ইউনিয়নের বড়চতুল গ্রামে ফসলীয় ২৯শতক জমির মালিকানা নিয়ে বিরোধের জের ধরে আজ বুধবার সকাল ৬টার দিকে গ্রামের দুই পরে মুখোমুখি রক্তয়ী সংঘর্ষ থেকে রা পেয়েছে এলাকাবাসী। জানাযায়, ২৯শতক ফসলী জমির দখল নিয়ে বড়চতুল গ্রামের ইউপি সদস্য আলমাছ চৌধুরী গং এবং একই গ্রামের যুবলীগ নেতা মীর মোঃ আব্দুল্লাহ গংদের মধ্যে এক বছর ধরে উত্তেজনা চলে আসছিল। ভূমি খন্ডটি দীর্ঘ ২৫বছর ধরে আলমাছ গংরা ভোগ দখল করে আসলেও গত বছর জমির মালিকানা নিয়ে আদালত ও কানাইঘাট থানায় দু’পরে মধ্যে পাল্টাপাল্টি মামলা হয়। সম্প্রতি বিজ্ঞ আদালত মীর মোঃ আব্দুল্লাহ কর্তৃক আদালতে দায়েরকৃত ইনজাকশন খারিজ করে দিলে আলমাছ উদ্দিন গংরা গত মঙ্গলবার ভূমি খন্ডটি তাদের দখলে নেয়। অপরদিকে আব্দুল্লাহ গংরা জমিটি তাদের দাবী করে ঘোষণা দিয়ে এ ভুমি খন্ডটি আজ তাদের দখলে নেওয়ার জন্য রণ প্রস্তুতি নিলে গ্রামের দুই পরে মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ নিয়ে এলাকার আইন শৃঙ্খলার অবনতি না ঘটে তার জন্য কানাইঘাট থানা পুলিশ ভূমি খন্ডটির দখল থেকে বিরত থাকার জন্য মঙ্গলবার রাতে উভয় পকে নোটিশ প্রদান করেন। তারপরও দখল পাল্টা দখল নিয়ে দুই প দেশীয় অস্ত্রশস্ত্র মজুদ করে। বুধবার ভোরে আব্দুল্লাহ গংদের নেতৃত্বে প্রায় ৫শতাধিক লোক লাটিসোঠা, সেল-সুলফি, ইট-পাটকেল নিয়ে ভূমি খন্ডটি জবর দখল করার জন্য গেলে চতুল পরগণার বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ রক্তয়ী সংঘর্ষ এড়াতে ভোর থেকে ঘটনাস্থলে অবস্থান নেন। এক পর্যায়ে পাল্টা প্রস্তুতি নিয়ে আলমাছ গংরা লাঠিসোটা নিয়ে বের হলে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত মুরব্বিয়ানদের হস্তেেপ দু’পরে মধ্যে লড়াই বাধেনি। স্থানীয় এলাকাবাসী বলেছেন, প্রশাসন দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে যে কোন সময় এ নিয়ে বড় ধরনের সংঘাত সৃষ্টি হতে পারে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়