আজ মঙ্গলবার কমিনিষ্ট পার্টি বাংলাদেশ (সিপিবি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল(বাসদ) ও বামমোর্চার ডাকা দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল কানাইঘাটে কোথাও পালিত হতে দেখা যায়নি । জনজীবন ছিল স্বাভাবিক। কানাইঘাটে বামদলগুলোর কোন কমিটি নেই। তবে হরতালে দুরপাল্লার যানবাহন চলাচল বন্ধছিল।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়