Saturday, December 15

জামায়াতের সেক্রেটারী জেনারেলের মুক্তির দাবীতে কানাইঘাটে জামায়াত শিবিরের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ও ১৮ দলীয় জোটের শীর্ষ নেতা ডাঃ শফিকুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদ এবং অবিলম্বে  মুক্তির দাবীতে আজ শনিবার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কানাইঘাট উপজেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে কানাইঘাট দণি বাজারে গিয়ে সংক্ষিপ্ত পথ সভার মাধ্যমে শেষ হয়। পৃথক পৃথক সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওঃ আব্দুল মালিক, সেক্রেটারী মাওঃ কামাল উদ্দিন, জামায়াত নেতা মাওঃ শরিফ উদ্দিন, মাওঃ আলিম উদ্দিন, হাফিজ তাজ উদ্দিন, শিবির নেতা শিব্বির আহমদ, হাফিজ শাকির আহমদ, ইকবাল হোসেন, মাসুক আহমদ জুবের, পাভেল, সুমন, জামায়াত নেতা হারুন রশিদ, কামাল উদ্দিন, শরীফ উদ্দিন, আব্দুল্লাহ, ফরিদ আহমদ প্রমুখ। অপরদিকে ডাঃ শফিকের মুক্তির দাবীতে উপজেলার গাছবাড়ী বাজার, রাজাগঞ্জ ও বুরহান উদ্দিন বাজারে বিক্ষোভ মিছিল করেছে দলের নেতাকর্মীরা। সভায় বক্তারা, অবিলম্বে সিলেটের এককোটি মানুষের প্রিয় নেতা ডাঃ শফিকুর রহমানকে মুক্তি দিতে সরকারের প্রতি আহবান জানান।




শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়