Saturday, December 15

:: মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে কানাইঘাটে যুবদলের বিক্ষোভ মিছিল ::

নিজস্ব প্রতিবেদক:
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুন রশীদ মামুনসহ জেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দয়েরকৃত ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবীতে কানাইঘাট উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে এক বিক্ষোভ মিছিল আজ শনিবার বিকেল ৩টায় কানাইঘাট বাজারে অনুষ্ঠিত হয়। মিছিল পরবর্তী দক্ষিণ বাজারে উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মন্নানের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ উদ্দিন সাজুর পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন রশিদ, শাহিক আহমদ, কয়ছর বাঙ্গালী, থানা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম, সহসভাপতি খছরুজ্জামান, থানা ও পৌর যুবদল নেতা জসিম, রোমান সিদ্দিকী, ইসলাম, মামুন, ডালিম, আজির, বিলাল, কয়ছর, জয়নুল, সুহেব, কামিল, রশিদ, রহমত, পৌর ছাত্রদলের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রুহুল আম্বিয়া, ছাত্রদল নেতা দেলওয়ার হোসেন, করিম চৌধুরী, আলমগীর, দেলোয়ার, আমিনুল ইসলাম, কাদির, ওলিউর রহমান, এইচ.এম.রানা, কুদ্দুস প্রমুখ। প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ বলেন, সর্বক্ষেত্রে ব্যার্থ এ সরকার বিরোধী দলের আন্দোলন সংগ্রাম বানচাল করার জন্য আইনশৃঙ্খলাবাহীনিকে দিয়ে সারা দেশের ন্যায় সিলেটের বিএনপি যুবদলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। অবিলম্বে মামুন রশীদসহ নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করা না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়