চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে রবিবার চীন সফরে বিরোধীদলীয় নেতা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসন রবিবার দুপুর ১টা ৩৫ মিনিটে থাই এয়ারওয়েজের ৩২২ নম্বর ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন । ব্যাংককে যাত্রা বিরতি করে বেইজিংয়ের উদ্দেশে রওনা করবেন তিনি।বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল জানান, সফরকালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুই দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সে দেশের সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া চীনা কমিউনিস্ট পার্টির নেতাদের সঙ্গেও বৈঠক করবেন তিনি।
বিএনপি চেয়ারপারসনের সফরসঙ্গী হিসেবে থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, বিশেষ সহকারি শামসুর রহমান শিমুল বিশ্বাস, ব্যক্তিগত আলোকচিত্রী নরুদ্দিন আহমেদ, বেগম জিয়ার গৃহকর্মী ফাতেমা এবং বিরোধীদলীয় নেতার একান্ত সচিব সালেহ আহমেদ।
রাজধানী ব্যাংকক হয়ে আগামী ২০ অক্টোবর বেগম খালেদা জিয়ার দেশে ফেরার কথা। ফেয়ার নিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়