প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পার্বত্য এলাকাসহ সারা দেশকে মোবাইল নেটওয়ার্কের আওতায় আনা হয়েছে। বাংলায় যাতে ক্ষুদে বার্তা (এসএমএস) পাঠানো যায় সেই ব্যবস্থাও করা হয়েছে।রবিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরীক্ষামূলকভাবে টেলিটকের থ্রি-জি প্রকল্পের উদ্বোধনকালে এসব কথা বলেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, মাধ্যমিক পর্যায়ে বিনা পয়সায় বই বিতরণ করছি। প্রতিটি স্কুলে আমরা কম্পিউটার দিচ্ছি। ই-বুক করা হচ্ছে। এতে করে দেশের সুবিধা বঞ্চিত মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, গত পৌনে চার বছরে দেশে ৩৫ হাজার মাল্টিমিডিয়া বিতরণ করেছি। প্রায় ১৭টা আইটি ল্যাব দেশের প্রত্যন্ত অঞ্চলে পাঠানো হয়েছে। সেগুলোতে দেশের সাধারণ মানুষকে কম্পিউটার শেখানো হচ্ছে। গ্যাস, বিদ্যু বিল মোবাইলে দেয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রবাসীরা অনলাইন কিংবা থ্রি জিতে মোবাইলে কথা বলতে পারবে, যার সাথে কথা বলা হচ্ছে, তাকেও দেখতে পারবে বলে উল্লেখ করেন শেখ হাসিনা।
দক্ষ জনশক্তি গড়ার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী বলেন, পরীক্ষার ফলাফল এখন এসএমএসে জানতে পারে শিক্ষার্থীরা। ইন্টারনেট সেবা সহজলভ্য করা হয়েছে। টেলিযোগাযোগ ক্ষেত্রে দেশে প্রথম বারের মতো স্যাটেলাইট স্থাপন করা হচ্ছে বলে জানান তিনি।
তথ্য অধিকারের নিশ্চয়তা দিয়ে তিনি বলেন, আমাদের ছেলে মেয়েরা অত্যন্ত মেধাবী। ইউনিয়ন পর্যায়ে তথ্য সেবা কেন্দ্রে কাজ করে বেকারত্ব দূর করছে তারা। ফেয়ার নিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়