আজ যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় কাঁচপুর সেতুর পূর্বপাড়ে সার্কুলার রোড নির্মাণ ও ফুটওভারব্রিজ কাজের তদারকি করতে এসে ৩টি সু-খবর দিয়েছেন।
মন্ত্রীর ভাষায় প্রথম সুখবরটি হচ্ছে� যাত্রাবাড়ি থেকে কাঁচপুর পর্যন্ত ৮ কিলোমিটার সড়ক পর্যায়ক্রমে ৮ লেনে উন্নীত করা হবে। এখন সাড়ে ৩ কিলোমিটার এর কাজ চলমান রয়েছে।
দ্বিতীয় সুখবর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতু, মেঘনা সেতু ও মেঘনা-গোমতী সেতুর বিকল্প সেতু নির্মাণে জাপানি দাতা সংস্থা জাইকা ইতোমধ্যে অর্থায়নে এগিয়ে এসেছে। তারা বিকল্প সেতু করতে ডিজাইনসহ অন্যান্য আনুসাঙ্গিক কার্যাদি সম্পন্ন করেছে। মন্ত্রণালয় অচিরেই এ ব্যাপারে সভা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন।
সরকারের আগামী মেয়াদের মধ্যেই এর কাজ শেষ হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী।
আর তৃতীয় সুখবরটি সম্পর্কে যোগাযোগমন্ত্রী বলেন, চট্টগ্রামের কর্ণফুলী সেতু এলাকার যানজট নিরসনে চীন সরকার উদ্যোগ নিয়েছে। সোমবার চীন সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে সরকারকে প্রস্তাব দেওয়া হয়েছে। চীন সেখানে তাদের অর্থায়নে টানেল নির্মাণের পরিকল্পনা করেছে। এর খরচের ৮০ ভাগ অর্থায়ন তারা করবে বলে জানিয়েছে। আর বাকী ২০ ভাগ দিতে হবে বাংলাদেশ সরকারকে।
এটাকে বিশাল উদ্যোগ বলে মন্তব্য করেন মন্ত্রী। আর এটা বাস্তবায়িত হলে চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হবে বলেও জানান তিনি।এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল, অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ আলম, বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের উপ পরিচালক সাইফুল ইসলাম প্রমুখ।ফেয়ার নিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়