আগামী ২৭ অক্টোবর ঈদুল আজহা উদযাপিত হবে। আজ আকাশে কোথাও চাঁদ দেখো না যাওয়ায় বৃহস্পতিবার থেকে জিলহজ মাস শুরু হবে এবং ২৭ অক্টোবর ঈদ উদযাপিত হবে। এদিকে এবার সৌদি আরবে ঈদুল আজহা ২৬ অক্টোবর (শুক্রবার) হবে বলে দেশটির সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে। বাংলাদেশসহ বিভিন্ন দেশের হাজিরা ওই দিন মক্কায় ঈদুল আজহা উদযাপনের মাধ্যমে হজের আনুষ্ঠানিকতা শেষ করবেন।
ইসলামিক ফাউন্ডেশনে চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্ম সচিব কাজী হাবিবুল আওয়াল। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবসহ কমিটির সদস্যরা বৈঠকে ছিলেন বলে জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল। ফেয়ার নিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়