Wednesday, October 24

দেয়াল ধ্বসে তিন শ্রমিকের মৃত্যুর ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদকঃ

কানাইঘাটে গত মঙ্গলবার একটি স্কুলের দেয়াল ধসে তিন শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ডাঃ ফয়াজ উদ্দিন, ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্য ও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুজাম উদ্দিনসহ ৮ জনের বিরুদ্ধে গত মঙ্গলবার রাতে কানাইঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নিহত নির্মাণ শ্রমিক মোহাম্মদ আলীর চাচা তবারক আলী বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলা নং-(৩৩) ২৩/১০/১২। এদিকে ঐ রাতেই অনুমান ১০টায় কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহত তিন শ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওমেক হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনার খবর পেয়ে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সোহরাব হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হযরত আলী ও কানাইঘাট থানার ওসি আব্দুল হাই ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহত তিন শ্রমিকের বাড়ীতে গিয়ে আত্মীয় স্বজনদের শান্তনা দেন। নির্বাহী কর্মকর্তা এসএম সোহরাব হোসেন স্থানীয় সাংবাদিকদের জানান, নিহত তিন শ্রমিকের প্রত্যেক পরিবারকে জেলা প্রশাসক খান মোহাম্মদ বেলাল নগদ ২০ হাজার টাকা করে আর্থিক অনুদান দিয়েছেন। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ডাঃ ফয়াজ উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, স্কুলের পুরাতন ভবনের দেয়াল ভাঙ্গার বিষয়ে তার কোন সম্পৃক্ততা নেই। নিহত তিন শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌছে সম্পূর্ণ বিষয় জানতে পারেন।




শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়