সিলেটের জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দরিদ্র জনগোষ্ঠীকে সাবলম্বী হিসেবে গড়ে তোলে দারিদ্র দূর করার লক্ষ্যে দেশ ব্যাপী একটি বাড়ী একটি খামার প্রকল্প কর্মসূচীর মাধ্যমে যোগান্তকারী প্রদপে গ্রহণ করেছেন। ইতি মধ্যে এ প্রকল্পের মাধ্যমে সমাজের অসহায় দরিদ্র হাজার হাজার নারী পুরুষ তাদের সঞ্চয় গ্রহণের মাধ্যমে পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের অধীনে উপজেলা বিআরডিবি’র সার্বিক তত্ত্বাবধানে ঋণ নিয়ে আর্তিকভাবে সাবলম্বী হয়ে স্বচ্ছভাবে জীবন যাপন করছেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নিজ উদ্যোগে গ্রহণ করা একটি বাড়ী একটি খামার প্রকল্পের মাধ্যমে প্রতিটি বাড়ীকে এক একটি খামারে পরিণত করে দরিদ্র মানুষ যাতে করে স্বচ্ছভাবে জীবন যাপন করতে পারেন তার জন্য এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তিনি সুবিধাভোগীদের যথা সময়ে সঞ্চয় জমা দিয়ে সময় মতো ঋণ পরিশোধ করে এ প্রকল্পের মাধ্যমে ঋণ নিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তনের আহব্বান জানিয়েছেন। জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল আজ বিকেল ২টায় কানাইঘাট উপজেলা পরিষদ মিলনায়তন হলে একটি বাড়ী একটি খামার প্রকল্পের উঠান বৈঠক, সপ্তাহ সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.সোহরাব হোসেনের সভাপতিত্বে এবং একটি বাড়ী একটি খামার প্রকল্পের কানাইঘাট উপজেলার সমন্বয়কারী হারুনুর রশিদের পরিচালনায় সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, সিলেট বিআরডিবির উপ পরিচালক নীলেন্দু পাল, কানাইঘাট পৌরসভার মেয়র লুৎফুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাতী রানী দাস। বক্তব্য রাখেন, কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান অধ্য সিরাজুল ইসলাম, সাঁতবাক ইউপি চেয়ারম্যান মাষ্টার ফয়জুল ইসলাম, লীপ্রসাদ ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী, কানাইঘাট প্রেসকাবের সভাপতি এম.এ.হান্নান, ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, পৌর আ’লীগের আহ্বায়ক জামাল উদ্দিন, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রবিন্দ্র চন্দ তালুকদার প্রমুখ। অনুষ্ঠান শেষে খান মোহাম্মদ বিলাল একটি বাড়ী একটি খামার প্রকল্পের উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ নিহালপুর গ্রাম সমিতির মহিলা উপকার ভোগী মিনা বেগম, দুর্গাপুর গ্রামের শ্রেষ্ঠ উপকার ভোগী সমিতির বশির আহমদ, চড়িপারা গ্রাম সমিতির ম্যানেজার আব্দুল লতিফ, কায়স্থ গ্রাম সমিতির বাদশা মিয়া, শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হওয়ায় তাদের হাতে ক্রেষ্ট ও সনদপত্র তোলে দেওয়া হয়।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়