Friday, October 5

কানাইঘাটে ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম ॥ একজন গ্রেফতার

কানাইঘাট পৌরসভার নিজ চাউরা মন্দার গ্রামে এক মুদী ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম এবং বামহাতের বৃদ্ধাঙ্গল কেটে ফেলার অভিযোগে কানাইঘাট থানা পুলিশ গত বুধবার রাতে এজাহারভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীর নাম হল
আব্দুল হক (৬০), সে নিজ চাউরা গ্রামের মৃত আকলু মিয়ার পুত্র। থানা পুলিশ সূত্রে জানা যায়, নিজ চাউরা মন্দার গ্রামের গ্রেফতারকৃত আব্দুল হকের পুত্র হেলাল আহমদ (২৫) গত মঙ্গলবার একই গ্রামের আরজদ আলীর পুত্র এনাম উদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠানে গভীর রাতে প্রবেশ করে দোকানের মালামাল চুরি করার সময় দোকান মালিক এনাম উদ্দিন তাকে হাতে নাতে আটকের চেষ্টা করেন। এ সময় এনাম উদ্দিনের শোরচিৎকারে পরিবারের লোকজন ও তার মা ফুলবান বিবি (৫০) এগিয়ে আসলে ধস্তাধস্তির এক পর্যায়ে চোর হেলাল আহমদ ফুলবান বিবির মাথায় লাঠি দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। এ ঘটনায় পরদিন ব্যবসায়ী এনামের পরিবার হেলালের পিতা আব্দুল হকের কাছে বিচার প্রার্থী তিনি তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে তাড়িয়ে দেন এবং ছেলে হেলালকে হুকুম দেন ব্যবসায়ী এনামের উপর প্রতিশোধ নেওয়ার জন্য। এজাহারে উল্লেখ করা হয়েছে আব্দুল হকের নির্দেশে গত বুধবার বিকাল অনুমান সাড়ে ৪টায় গ্রামের মসজিদের পার্শ্বে অবস্থিত এনাম উদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠানে হেলাল আহমদ হানা দিয়ে ধারালো দা দিয়ে এ ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম এবং তাঁর বাম হাতের বৃদ্ধাঙ্গল কেটে নেয় হেলাল। গুরুতর আহত এ ব্যবসায়ীকে স্থানীয় লোকজন উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার আঘাত গুরুতর হওয়ায় ডাক্তাররা তাকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় আহত ব্যবসায়ী এনাম উদ্দিনের ভাই আফতাব উদ্দিন বাদী হয়ে থানায় বুধবার রাতে অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এনামের বৃদ্ধাঙল উদ্ধার করে এবং রাতেই মামলা এজাহারভুক্ত আসামী হেলাল আহমদের পিতা আব্দুল হককে গ্রেফতার করে। স্থানীয় লোকজন জানিয়েছেন হেলাল আহমদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য আইনে দু’টি মামলা রয়েছে সে এলাকার চিহ্নিত অপরাধী ও ছিচকে চোর। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ব্যবসায়ীকে আহতের ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে। মূল আসামী হেলাল আহমদকে গ্রেফতার করতে পুলিশী অভিযান চলছে।




শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়