Saturday, September 15

ডেসটিনি নেপচুন এসোসিয়েটস এর ঈদ পুণর্মীলনী উদযাপন

ডেসটিনি ২০০০ লিমিটেডের সিলেটের বৃহত্তম সেলস্ টিম মাসুদ ঋতু গ্রুপের নেপচুন ইউনিটের উদ্যোগে কানাইঘাট গ্রুপ অফিসের সেমিনার রুমে গত শুক্রবার বিকেল ৩টায় এক ঈদ পূণর্মীলনী অনুষ্ঠানের আয়োজন করাহয়। পি.এস.ডি মোঃ গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এবং জি.ডি. নজরুল ইসলাম রাজুর উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে ৩শতাধিক ডিস্ট্রিবিউটরদের উপস্থিতিতে ট্রেনিং সেশন উপস্থাপনার করেন ট্রেইনার এন্ড পি.এস.ডি শিব প্রসাদ ভট্টাচার্জ নন্দন, স্বাগত বক্তব্য রাখেন পি.এস.ডি. ফারুক রশিদ, শুভেচ্ছা বক্তব্য রাখেন জি.ডি. শাহীন আহমদ, জি.ডি. সুলতান আহমদ, পি.ডি. রিপন দাস প্রমুখ। ট্রেনিং সেশনের ডেসটিনির কর্মকর্তারা কোন ধরনের অপপ্রচারে কান না দিয়ে ক্ষুধা, দরিদ্র ও বেকারমুক্ত বাংলাদেশ গড়তে ডেসটিনিকর্মীদের কাজ করার আহ্বান জানান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়