Saturday, September 15

কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে কানাইঘাট ডিগ্রি কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে কানাইঘাট ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এক আনন্দ মিছিল আজ শনিবার দুপুর ১২টায় কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে মিছিলটি কানাইঘাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে পূর্ব বাজারে এক পথসভায় মিলিত হয়। ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র নেতা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং এইচ এম রানার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কানাইঘাট পৌর ছাত্রদলের সভাপতি রুহুল আমীন, সাধারণ সম্পাদক রুহুল আম্বিয়া, থানা ছাত্রদল নেতা আরএ বাবলু, আসাদুজ্জামান, কানাইঘাট ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক কয়ছর আলম, সাংগঠনিক সম্পাদক করিম চৌধুরী, ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন, ওলিউর রহমান, সাইদুর রহমান, তোফায়েল, আব্দুল কুদ্দুস, রাজ্জাক, সালিম, রুহুল, আফজল, মাছুম, নেওয়াজ, সালমান, রুবেল, বাবরুল, রমিজ, ওলিউর, জামিল, কাদির, মামুন, ফখর, শামীম, রুহুল, জয়নাল, কামরুল, ফরিদ, কাদির, খালেদ, দিলদার প্রমুখ। ছাত্রদল নেতৃবৃন্দ পরীতি ও ত্যাগী ছাত্রনেতাদের নেতৃত্বে কেন্দ্রীয় ছাত্রদলের শক্তিশালী কমিটি উপহার দেওয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়