Tuesday, September 4

বিএএফ শাহীন কলেজের উদ্বোধনী অনুষ্ঠানে চীফ হুইপ : দেশকে নিরক্ষরমুক্ত করতে সরকার নিরলসভাবে কাজ করছে

বাংলাদেশ বিমান বাহিনী আকাশ নিরাপত্তার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ও শাহীন কলেজ প্রতিষ্ঠাসহ শিক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। দেশকে নিরক্ষরমুক্ত করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেই লক্ষ্যে বর্তমান মহাজোট সরকার ২৩ কোটি শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ করেছে, ৮৭ লক্ষ শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদানসহ বিভিন্ন শিক্ষাসেবা প্রদান করছে। বিএএফ শাহীন কলেজ শমশেরনগর ক্যাম্পাসের অডিটোরিয়ামে ৩ সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক পরিচালিত সিলেট বিভাগের প্রথম ও একমাত্র বিদ্যাপীঠ শমশেরনগর বিএএফ শাহীন কলেজের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। বিএএফ শাহীন কলেজ শমশেরনগর এর অধ্যক্ষ স্কোয়াড্রন লিডার আশরাফুল এহছান খান এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিএএফ শাহীন কলেজ শমশেরনগরের পরিচালনা পর্ষদের সভাপতি এয়ার কমোডর মো. নাঈম হাসান। প্রধান অতিথির বক্তৃতায় চীফ হুইপ আরো বলেন, বাংলার আকাশ রাখিব মুক্ত এ শ্লোগানে উদ্দিপ্ত বাংলাদেশ বিমান বাহিনী কর্র্তৃক পরিচালিত বিএএফ শাহীন কলেজ শিক্ষাক্ষেত্রে তাদের নিজেদের অবস্থান শক্তিশালী করে রেখেছে। রয়েছে তাদের নিজস্ব স্বকীয়তা। গত সাড়ে ৩ বছরে বাংলাদেশ শিক্ষাক্ষেত্রে আশানুরূপ অগ্রগতি লাভ করেছে। গণমুখী, বাস্তবমুখী ও সার্বজনীন শিক্ষা ও দারিদ্র হ্রাস করনে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিএএফ শাহীন কলেজ শমশেরনগর হয়ে উঠুক দেশের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠানে। অবদান রাখুক দেশের শিক্ষা, খেলাধুলা, সাহিত্য ও সংস্কৃতি চর্চায়। আলোচনা সভার পূর্বে প্রধান অতিথি বিএএফ শাহীন কলেজ শমশেরনগর এর ফলক উম্মোচন করে কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। উল্লেখ্য, ২০১১-১২ অর্থবছরে প্রায় ১৯ কোটি টাকা ব্যয়ে চলতি বছরের ৩০ জুন শমশেরনগরে শাহীন কলেজের ৭ম শাখার কাজ সম্পন্ন হয়। ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ৪৪০ জন শিক্ষার্থীদের নিয়ে এ বছর কার্যক্রম শুরু হয়। আগামী বছর উচ্চমাধ্যমিক শ্রেণী পর্যন্ত লেখাপড়া চালু হবে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কলেজ ক্যাম্পাসে গাছের চারা রোপন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য নওয়াব আলী আব্বাস খান, বিমান বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, মৌলভীবাজার পুলিশ সুপার হারুনুর রশীদ, কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রকাশ কান্তি চৌধুরী, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মজিদসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিবৃন্দ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়