Monday, September 3

কানাইঘাটে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

কানাইঘাট পৌরসভার ফাঁটাহিজল গ্রামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি আজ ভোরে নিজ বাড়ীর আমগাছের ডালে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে। ভোরে ফাটাহিজল গ্রামের মৃত মড়াই মিয়ার পুত্র আলা উদ্দিন (৩০) নামের ঐ ব্যক্তি আত্মহত্যা করে। পারিবারিক সূত্রে জানা যায়, আলা উদ্দিন দীর্ঘদিন ধরে মানষিক ভারসাম্যহীন হয়ে পূর্বে বিভিন্ন সময় সে আত্মহত্যার চেষ্টা করেছিল। ঘটনার খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আত্মহত্যাকারীর ঝুলন্ত লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্টের পর ময়না তদন্তের জন্য সিলেট ওমেক হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় নিহত আলা উদ্দিনের ভাই বাদী হয়ে কানাইঘাট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে যার নং (১২) ০২/০৯/১২ইং।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়