আজ শনিবার চীনের দক্ষিণ-পূর্বঞ্চলীয় ইউনান প্রদেশে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০ জনে। শুক্রবারের ওই ভূমিকম্পে সাতশোর বেশি মানুষ আহত হন।বিবিসি সূত্রে জানা গেছে, এতে বিধ্বস্ত হয়েছে ২০ হাজারেরও বেশি ঘড়বাড়ি। বেইজিং সময় শুক্রবার সকাল ১১টার দিকে ভূমিকম্পটি হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬ ম্যাগনিচিউড।ভূকম্পের পরপরই সেখানে মোবাইল ফোন নেটওয়ার্ক এবং টেলিফোন সংযোগ বিছিন্ন হয়ে যায়। সিনহুয়া জানায় ভূমিকম্পের ফলে সেখানকার পার্বত্য এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ সেসব এলাকায় ভূমিকম্পের পরপরই ব্যাপক ভূমিধ্বসের সৃষ্টি হয়।ফেয়ারনিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়